ডায়ালসিলেট ডেস্ক :: যে দেশে এক দশকেরও কম আগে নারীদের বোরকা পরা বাধ্যতামূলক ছিল সেই দেশ সৌদি আরবে গত শুক্রবার প্রথমবারের মতো সাঁতারের পোশাক পরিহিত মডেলদের ফ্যাশন শো অনুষ্ঠিত হয়েছে। যা অনেকের কাছেই অবাক করার মতো।

 

 

মরক্কোর ডিজাইনার ইয়াসমিনা কানজালের কাজ নিয়ে এই পুলসাইড শোতে অধিকাংশই ছিল লাল, বাদামি ও নীল রঙের একটুকরা কাপড়। অধিকাংশ মডেলের কাঁধ উন্মুক্ত ছিল এবং কিছুর শরীরের মাঝের আংশিক দৃশ্যমান ছিল।

 

 

তিনি বলেন, আমরা আরববিশ্বের প্রতিনিধিত্ব করা মার্জিত সাঁতারের পোশাক দেখানোর চেষ্টা করেছি। এটা সত্য যে এই দেশটি খুবই রক্ষণশীল। আমরা এখানে যখন আসি বুঝতে পারি যে সৌদি আরবে সুইমিংস্যুট ফ্যাশন শো একটি ঐতিহাসিক মুহূর্ত হয়ে থাকবে। কারণ দেশটিতে এই প্রথমবারের মতো এমন অনুষ্ঠান হচ্ছে।

 

 

ফ্যাশন শোটি সৌদি আরবের পশ্চিম উপকূলে অবস্থিত সেন্ট রেজিস রেড সি রিসোর্টে রেড সি ফ্যাশন সপ্তাহের উদ্বোধনীর দ্বিতীয় দিনে অনুষ্ঠিত হয়। রিসোর্টটি রেড সি গ্লোবালের অংশ, যা সৌদি আরবের ভিশন ২০৩০ সামাজিক ও অর্থনৈতিক সংস্কার কর্মসূচির গিগা প্রকল্পগুলোর মধ্যে একটি। ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানের তত্ত্বাবধানে প্রকল্পগুলো বাস্তবায়িত হচ্ছে।

 

 

শোতে যোগদানকারী সিরিয়ার ফ্যাশন ইনফ্লুয়েন্সার শৌক মোহাম্মদ বলেন, বিশ্বের কাছে সৌদি আরবের উন্মুক্ত হওয়ার এবং এর ফ্যাশন ও পর্যটন খাতে আকর্ষণ বৃদ্ধির প্রয়াস দেখে অবাক হওয়ার কিছু নেই।

 

 

এ আয়োজনে উপস্থিত আরো উপস্থিত ছিলেন ফরাসি প্রভাবশালী রাফায়েল সিমাকোর্বে। তিনি বলেন, তিনি এ আয়োজনে ঝুঁকিপূর্ণ কিছু দেখছেন না। তবে সৌদির প্রেক্ষাপটে তাদের জন্য একটি বড় অর্জন বলে আমি মনে করি।

 

 

সূত্র : এএফপি

 

 

 

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *