ডায়ালসিলেট ডেস্ক :: গত ২৪ ঘণ্টায় প্রায় তিনশ ফিলিস্তিনি নিহত এবং হতাহত হয়েছেন । মঙ্গলবার (২১ মে) গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। মন্ত্রণালয়ের এক বিবৃতিতে জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় ইসরায়েলি হামলায় ৮৫ ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন দুইশ। দখলকৃত পশ্চিম তীরের জেনিন শহরে ইসরায়েলি অভিযানে এক ডাক্তার ও শিক্ষকসহ অন্তত সাতজন নিহত হয়েছেন।

 

 

গত ৭ অক্টোবরের পর অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলের হামলায় ৩৫ হাজার ৬৪৭ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন ৭৯ হাজার ৮৫২ জন। জাতিসংঘ জানায় গত দুই সপ্তাহে নয় লাখের বেশি ফিলিস্তিনি বাস্তুচ্যুত হয়েছেন, যা মোট জনসংখ্যার ৪০ শতাংশ।

 

 

এর আগে লেবাননের দক্ষিণাঞ্চলে ইসরায়েলি বাহিনীর বিমান হামলায় কমপক্ষে পাঁচজন নিহত হয়েছেন। এর মধ্যে ৪ জনই হিজবুল্লাহর সদস্য। স্থানীয় সময় সোমবার ওই হামলা চালানো হয়।

 

 

গাজায় সংঘাত শুরুর পর থেকে প্রায় প্রতিদিনই ইসরায়েল ও হিজবুল্লাহর মধ্যে গুলি বিনিময় ও হামলার ঘটনা ঘটছে। গত ৭ অক্টোবর ইসরায়েলের সীমান্তে প্রবেশ করে আকস্মিক হামলা চালায় ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাস। এরপরেই গাজায় পাল্টা আক্রমণ শুরু করে ইসরায়েলি বাহিনী। যা এখনও চলমান রয়েছে।

 

 

সূত্র: আল-জাজিরা

 

 

 

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *