ডায়ালসিলেট ডেস্ক :: ১৯ জন যাত্রী নিয়ে নেপালের রাজধানী কাঠমান্ডুর একটি বিমানবন্দরে উড্ডয়নের সময় একটি বিমান বিধ্বস্ত হয়েছে। এতে কমপক্ষে ১৮ জন নিহত হয়েছেন। এছাড়া দুর্ঘটনায় বিমানটির পাইলট গুরুতর আহত হয়েছেন। বিমানটি স্থানীয় সময় ১১টার দিকে বিধ্বস্ত হয়।

 

 

পরে তাকে কাঠমান্ডু মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। বর্তমানে তিনি চিকিৎসাধীন রয়েছেন। চিকিৎসকরা জানান, বিমানটির পাইলটের একটি চোখ গুরুতর আঘাতপ্রাপ্ত হয়েছে।

 

 

ঘটনাটি বুধবার সকালে ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দরে এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে। বিমানটি কাঠমান্ডু থেকে পোখারার উদ্দেশ্যে রওয়ানা হওয়ার মুহূর্তে বিধ্বস্ত হয়। এসময় বিমানটি উড্ডয়নের সময় রানওয়ে থেকে ছিটকে পড়ে ওই দুর্ঘটনাটি ঘটে।

 

 

তবে, বিধ্বস্তের পর জানা যায় পাইলট ছাড়া বিমানের সকল যাত্রী নিহত হয়েছেন। বিমানের চালককে জীবিত উদ্ধার করা হলেও তার অবস্থা আশঙ্কাজনক।

 

 

 

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *