ডায়ালসিলেট ডেস্ক :: কোটা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক নুসরাত তাবাসসুম ও বেসরকারি ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষক আসিফ মাহতাবকে ডিবি হেফাজতে নেয়া হয়েছে।

 

 

রোববার রাজধানীর মিন্টো রোডের ডিবি কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানান ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার (ডিবি) মোহাম্মদ হারুন অর রশীদ।

 

 

তিনি বলেন, নিরাপত্তার স্বার্থে নুসরাত ও আসিফসহ পাঁচজনকে ডিবির হেফাজতে আনা হয়েছে। নুসরাত ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের স্নাতকোত্তর শিক্ষার্থী। বিশ্ববিদ্যালয়ের শামসুন্নাহার হলের আবাসিক শিক্ষার্থী।

 

 

এর আগে আজ ভোরে রাজধানীর মিরপুরের রূপনগর আবাসিক এলাকার এক আত্মীয়ের বাসা থেকে নুসরাত তাবাসসুমকে ডিবি পরিচয়ে তুলে নেয়া হয়।

 

 

অন্যদিকে গতকাল শনিবার দিবাগত রাত ১টার দিকে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষক আসিফকে তার রাজধানীর উত্তরার বাসা থেকে ডিবি পরিচয়ে তুলে নেয়া হয়।

 

 

এনিয়ে ৬জন কোটা বৈষম্য আন্দোলনের সমন্বয়ক ও সাবেক শিক্ষককে ডিবির হেফাজতে নেয়া হয়েছে বলে পুলিশ সূত্রে জানা যায়।

 

 

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *