ডায়ালসিলেট ডেস্ক :: অবশেষে চালু হলো সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক ও হোয়াটসঅ্যাপ। এর আগে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক, টিকটক ও ইউটিউব আজ বুধবার বিকেলের মধ্যে চালু হচ্ছে বলে জানিয়েছিলেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। আজ বুধবার দুপুর ২টার পর থেকে চালু করা হয়েছে।

 

 

অনলাইনে মেটার প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক শেষে আজ বুধবার সকালে রাজধানীর আগারগাঁওয়ের বিটিআরসি ভবনে তিনি এ কথা বলেন।

 

 

সরকারি চাকরিতে কোটা সংস্কার আন্দোলন ঘিরে সারাদেশে ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন করে সরকার। সংঘর্ষের এক পর্যায়ে গত ১৭ জুলাই বুধবার মধ্যরাত থেকে মোবাইল ইন্টারনেট সেবা বন্ধ করা হয়। পরদিন ১৮ জুলাই বৃহস্পতিবার রাত পৌনে ৯টা থেকে ব্রডব্যান্ড ইন্টারনেট সেবা বন্ধ হয়ে যায়। এরপর ২৩ জুলাই রাতে সীমিত পরিসরে ব্রডব্যান্ড ইন্টারনেট চালু হয়। তবে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক ও টিকটক বাংলাদেশে বন্ধ রাখা হয়। তখন হোয়াটসঅ্যাপ ও ইনস্টাগ্রাম সেবাও স্বাভাবিক ছিল না।

 

 

 

এদিকে ব্রডব্যান্ড ইন্টারনেট চালু থাকলেও মোবাইল ইন্টারনেট বন্ধ ছিল। পরে ২৮ জুলাই রোববার বিকেল ৩টা থেকে চালু হয় মোবাইল ইন্টারনেট (ফোর-জি)।

 

 

 

এদিকে, মোবাইল ইন্টারনেট চালু থাকলেও বন্ধ ছিল ফেসবুক, টিকটক ও ইউটিউবসহ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যম। আজ বুধবার বিকালের মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক, টিকটক ও ইউটিউব চালু করা হয়েছে।

 

 

 

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *