নিজস্ব প্রতিবেদক :: অবশেষে কোটা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ৬ সমন্বয়ককে ছেড়ে দিয়েছে ডিবি। তারা হলেন নাহিদ ইসলাম, আসিফ মাহমুদ, আবু বাকের, সারজিস আলম , হাসনাত আব্দুল্লাহ ও নুসরাত তাবাসসুম।
রাজধানীর দুপুরে মিন্টো রোডে ডিবি পুলিশের কার্যালয় থেকে ৬জন সমন্বয়ককে ছেড়ে দেয়া হয়। বাংলাদেশে কোটা আন্দোলন ঘিরে সহিংসতায় নিহত এবং আহতদের স্মরণে স্মৃতিচারণসহ নানা কর্মসূচি পালনের ডাক দিয়েছে আন্দোলনকারীরা।
আজ বৃহস্পতিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরাও সমাবেশ এবং বিক্ষোভ মিছিল করেছেন।
এদিকে, সরকার বিভিন্ন দাতা সংস্থার সাথে একটি বৈঠক করবে। দ্বিতীয় দিনের মতো বিচারপতি অসুস্থ থাকায় আজও হচ্ছে না কোটা সংস্কার আন্দোলনকারীদের ওপর গুলি না চালানোর নির্দেশনা চেয়ে দায়ের করা রিটের শুনানি।
তবে দেশজুড়ে আন্দোলন অব্যাহত থাকবে বলে জানান ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা।