প্রকাশিত: ৭:৪২ পূর্বাহ্ণ, আগস্ট ৮, ২০২৪
ডায়ালসিলেট ডেস্ক :: অন্তর্বর্তীকালীন সরকার গঠন হতে যাচ্ছে আজ। শান্তিতে নোবেলজয়ী অর্থনীতিবিদ প্রফেসর ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে রাতে সরকারের উপদেষ্টারা শপথ নিতে পারেন বলে জানিয়েছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান।
গতকাল সেনা সদরে এক ব্রিফিংয়ে তিনি এই তথ্য জানিয়েছেন।
তবে উপদেষ্টা পরিষদে ১৫ জনের মতো সদস্য থাকতে পারেন। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ইউনূস ফ্রান্স থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা হয়েছেন। আজ দুপুর ২টা ১০ মিনিটে তাকে বহনকারী বিমানটি ঢাকায় অবতরণ করার কথা রয়েছে। ড. মুহাম্মদ ইউনূসকে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অভ্যর্থনা জানাবে সেনাবাহিনীর প্রধান। শপথ অনুষ্ঠানে চারশ’র মতো অতিথি থাকবেন বলে জানা গেছে।
এদিকে প্রফেসর ড. মুহাম্মদ ইউনূসের বিরুদ্ধে শ্রম আদালতের করা মামলা থেকে তাকে খালাস দেয়া হয়েছে গতকাল। ফ্রান্স থেকেই গতকাল দেশবাসীর উদ্দেশ্যে তিনি একটি বার্তাও দিয়েছেন।
এতে সরকার পতনের আন্দোলনে নেতৃত্বে দেয়া ছাত্রনেতাদের পাশাপাশি দেশের আপামর জনসাধারণকে অভিনন্দন জানিয়ে ড. ইউনূস বলেছেন, আমি সাহসী ছাত্রদের অভিনন্দন জানাই, যারা আমাদের দ্বিতীয় বিজয় দিবসকে বাস্তবে রূপ দিতে নেতৃত্ব দিয়েছেন এবং অভিনন্দন জানাই দেশের আপামর জনসাধারণকে, যারা ছাত্রদের এই আন্দোলনে পূর্ণ সমর্থন দিয়েছেন।
ওদিকে রাতে এ রিপোর্ট লেখা পর্যন্ত উপদেষ্টাদের নামের তালিকা প্রকাশ হয়নি। সূত্রের দাবি ১৫ জন সদস্যের তালিকার মধ্যে সর্বজন গ্রহণযোগ্য ব্যক্তিদের রাখার চেষ্টা চলছে। যাতে উপদেষ্টাদের নিয়ে কোনো ধরনের বিতর্ক তৈরি না হয়। ছাত্র আন্দোলনের নেতারা জানিয়েছেন, আজ দুপুরের মধ্যেই উপদেষ্টাদের নাম চূড়ান্ত হয়ে যাবে।
মঙ্গলবার রাতে বঙ্গভবনে প্রেসিডেন্টের সঙ্গে তিন বাহিনীর প্রধান ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধিদের প্রায় চার ঘণ্টার বৈঠকে প্রফেসর ড. মুহাম্মদ ইউনূসকে প্রধান উপদেষ্টা করার সিদ্ধান্ত হয়। তবে ওই সরকারের মেয়াদ কতোদিন হবে তা এখনো স্পষ্ট নয়। বিএনপিসহ রাজনৈতিকদলগুলো দাবি করছে যতো দ্রুত সময়ে সম্ভব অন্তর্বর্তী সরকারকে নির্বাচন আয়োজন করতে হবে।
উল্লেখ্য, গত সোমবার দুপুরের পর আওয়ামী লীগ সভাপতি সাবেক প্রধানমন্ত্রীর শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ছেড়ে ভারতে পালিয়ে যান। বিকালে জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান প্রধানমন্ত্রীর পদত্যাগের তথ্য জানিয়ে বলেন, দ্রুত সময়ের মধ্যে একটি অন্তর্বর্তী সরকার গঠন করে দেশ পরিচালনা করা হবে। এরপর থেকে দেশে কার্যত কোনো সরকার নেই।
Address: Kaniz Plaza, Zindabazar, Sylhet
United Kingdom, London Mobile :+447438548379
dialsylhetnews@gmail.com
Design and developed by AshrafTech