ডায়ালসিলেট ডেস্ক :: বৈষম্যবিরোধী কোটা আন্দোলনে বিক্ষোভকারীদের গুলি করে হত্যার ঘটনায় জাতিসংঘের নেতৃত্বে বিশেষজ্ঞদের একটি টিম শিগগিরই বাংলাদেশে আসবেন।
অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বুধবার ফোনকলে এ কথা জানান জাতিসংঘের মানবাধিকার বিষয়ক প্রধান ভলকার তুর্ক। খুব শিগগিরই এ তদন্ত শুরু হবে।
বাংলাদেশে সম্প্রতি ছাত্রদের বিপ্লবের সময় অস্বাভাবিক ও বিধ্বংসী উপায়ে বিক্ষোভকারীদের হত্যার সময় আন্দোলনে সমর্থন দেয়ার জন্য ভলকার তুর্ক এবং তার দীর্ঘদিনের বন্ধু জাতিসংঘের মহাসচিব অ্যান্তনিও গুতেরাঁকে ধন্যবাদ জানান প্রধান উপদেষ্টা।
ড. ইউনূস বলেন, তার প্রশাসনের মূল ভিত্তি হবে মানবাধিকার। তার সরকারের সবচেয়ে বড় অগ্রাধিকার হবে প্রতিটি নাগরিকের সুরক্ষা। বাংলাদেশ পুনর্গঠনে এবং মানবাধিকার সমুন্নত রাখতে জাতিসংঘের সহযোগিতা প্রত্যাশা করেন।