ডায়ালসিলেট ডেস্ক :: সংবাদ সংগ্রহ করতে গিয়ে সিলেটে একদল শিক্ষার্থীরা হামলা-মারধরের অভিযোগ উঠেছে।

শনিবার বিকালে পেশাগত দায়িত্ব পালন করতে যাওয়ার পথে সিলেট নগরীর চৌহাট্টা পয়েন্টে বেসরকারি টেলিভিশন চ্যালেন সময় টেলিভিশনের দুই সাংবাদিক হামলার স্বীকার হয়েছেন।

 

 

প্রত্যক্ষদর্শীরা জানান, স্থগিত হওয়া এইচএসসি পরীক্ষা বাতিল করে অটোপাস দেওয়ার দাবিতে শনিবার বেলা সাড়ে ৩টা থেকে নগরীর চৌহাট্টায় সড়ক অবরোধ করেন সিলেটের বিভিন্ন কলেজের শিক্ষার্থীরা। এ সময় দুই সাংবাদিক মোটরসাইকেলে চৌহাট্টা পয়েন্ট দিয়ে যাচ্ছিলেন। শিক্ষার্থীরা তাদের গাড়ি আটকে ‘ভুয়া ভুয়া’ বলে স্লোগান দিতে থাকে। একপর্যায়ে সাংবাদিদের ওপর হামলা শুরু করে।

 

 

 

এতে সময় টেলিভিশনের সিলেটের নিজস্ব প্রতিবেদক অপু বণিক ও ভিডিও জার্নালিস্ট নওশাদ আহমদের উপর হামলা চালায় শিক্ষার্থীরা। এসময় প্রচণ্ড কিল-ঘুষি, লাথি মেরেছে ছাত্ররা। কোনোরকম জীবন বাঁচিয়ে সেখান থেকে পালিয়ে যান সাংবাদিক ২জন।

 

 

এতে সাংবাদিক মহল থেকে এ ঘটনার নিন্দা জানানো হয়। বিবৃতিতে সাংবাদিকরা বলেন, পেশাগত দায়িত্ব পালনকালে শনিবার নগরীর চৌহাট্টায় শারীরিকভাবে আক্রমণের শিকার হন সময় টেলিভিশনের নওশাদ আহমদ চৌধুরী ও অপু বণিক। তারা শিক্ষার্থীদের গ্রাফিতি ও এইচএসসি পরীক্ষায় অটোপাসের দাবিতে অনুষ্ঠিত কর্মসূচির সংবাদ সংগ্রহ করছিলেন।

 

 

 

এর আগে সংবাদ সংগ্রহকালে বন্দরবাজার এলাকায় পুলিশের গুলিতে প্রাণ হারান দৈনিক নয়াদিগন্ত পত্রিকার সাংবাদিক এ টি এম তুরাব। নগরীর জিন্দাবাজার এলাকায় বৈষম্যবিরোধী আন্দোলনকারীরা বিভৎসভাবে মারধর করে ৭১ টেলিভিশনের রিপোর্টার হোসাইন আহমেদ সুজাত ও ক্যামেরা পার্সন তারেক আহমেদ সানিকে। ভেঙে ঢেলা হয় তাদের ক্যামেরা-মাইক্রোফোন।

 

 

 

এই ধরনের হামলা কেবল নিন্দনীয়ই নয়, স্বাধীন সাংবাদিকতার পথে অন্তরায়। হামলার সঙ্গে জড়িতদের আইনের আওতায় নিয়ে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি এবং সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানান সাংবাদিকবৃন্দরা।

 

 

 

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *