নিজেদের মাটিতে বিশ্বকাপ খেলতে না পারাটা বাংলাদেশ দলের জন্য দুঃখজনক: ইংল্যান্ড অধিনায়ক

প্রকাশিত: ৭:০৯ অপরাহ্ণ, আগস্ট ৩০, ২০২৪

নিজেদের মাটিতে বিশ্বকাপ খেলতে না পারাটা বাংলাদেশ দলের জন্য দুঃখজনক: ইংল্যান্ড অধিনায়ক

স্পোর্টস ডেস্ক :নিজের দেশের মাটিতে বিশ্বকাপ খেলতে না পারাটা বাংলাদেশ দলের জন্য দুঃখজনক বলে মন্তব্য করেছেন ইংল্যান্ড নারী দলের অধিনায়ক হিদার নাইট। এমনকি বাংলাদেশে বিশ্বকাপ হলে দর্শকসংখ্যা বেশি হতো বলেও মনে করেন তিনি। শুক্রবার ইংল্যান্ডের লর্ডস ক্রিকেট গ্রাউন্ডে এই কথা বলেন নাইট।

 বর্তমান পরিস্থিতিতে টি-টোয়েন্টি বিশ্বকাপ বাংলাদেশে হওয়াটাকে সমর্থন করেননি অস্ট্রেলিয়া অধিনায়ক অ্যালিসা হিলি। তবে হিদার নাইট পুরোপুরি আলাদা মত ব্যক্ত করলেন। শুক্রবার শ্রীলঙ্কার বিপক্ষে ইংল্যান্ড পুরুষ দলের লর্ডস টেস্টের প্রথম দিন মধ্যাহ্নবিরতিতে স্কাই স্পোর্টসে কথা বলার সময় সে প্রসঙ্গে নাইট বলেন, ‘বাংলাদেশে অবশ্যই অনেক বেশি দর্শক থাকত। ২০১৪ সালে সেখানে খেলে দেখেছি। আমাদের ম্যাচে অনেক দর্শক দেখেছি, বিশেষ করে সিলেটে। আমাদের রীতিই হয়ে গিয়েছিল আশপাশে অনেক মানুষ থাকা।’বাংলাদেশে সিলেট ও মিরপুর এই দুই ভেন্যুতে হওয়ার কথা ছিল বিশ্বকাপ। এখন সেটি হবে আর আমিরাতের শারজা ও দুবাইয়ে। এর মধ্যে শারজার স্টেডিয়ামের ধারণক্ষমতা ১৬ হাজার, দুবাইয়ে ২৫ হাজার।

0Shares