বিনোদন ডেস্ক :মুক্তি পেতে যাচ্ছে টলি অভিনেত্রী অমৃতা চ্যাটার্জীর ওয়েব সিরিজ ‘ইন্সপেক্টর নলিনীকান্ত ২’। যেখানে তিনি ‘নন্দিনী’ নামে একটি চরিত্রে অভিনয় করেছেন। গল্পে স্বামীর সঙ্গে পাহাড়ি এলাকায় বাস করে নন্দিনী। পাহাড়ের কোলে এক বিলাসবহুল বাড়িতে তাদের সংসার। যেকারণে অধিকাংশ শুটিং হয়েছে ডুয়ার্সের তাকদা অঞ্চলে। সেখানেই নানা রকম অভিজ্ঞতার সম্মুখীন হতে হয়েছে তাকে। এমনকি হাতির কবলে পড়তে পড়তেও বেঁচেছিলেন তিনি। সম্প্রতি এক সাক্ষাৎকারে শুটিং করতে গিয়ে রোমাঞ্চকর অভিজ্ঞতার কথা জানালেন এই অভিনেত্রী।

তিনি বলেন, আমি যে দিন ডুয়ার্সে গিয়ে পৌঁছাই, তার এক দিন আগে শুটিং শুরু হয়েছে। গিয়ে শুনি, রাতে নাকি একটি হাতি এসেছিল। গেস্ট হাউসের পাশেই রয়েছে কলাবাগান।তাই হাতি চলে আসে। এমনকি, হাতিটি নাকি গেস্ট হাউসের দেওয়াল পর্যন্ত ভেঙে দিয়ে যায়। আসলে জঙ্গলের এক থেকে দেড় কিলোমিটার ভিতরে ছিল লোকেশন। সকলে বিষয়টা নিয়ে খুব ভয়ে ছিলেন। হাতি যাতে আর না আসে তাই কলাগাছগুলি কেটে দেওয়া হবে কি না, তা নিয়েও আলোচনা হয়। শুটিংয়ে পৌঁছে এই ঘটনা শুনে ভয় পেয়েছিলেন অভিনেত্রী নিজেও। তবে আর কোনও দিন হাতির দেখা পাননি তিনি।  যদিও গন্ডার আর চিতাবাঘ নিয়ে আতঙ্ক তৈরি হয়েছিল। তার কথায়, দীর্ঘ ক্ষণ ধরে শুটিং চলেছে আমাদের। সেই সব সেরে আমাদের চা-বাগানের মধ্যে দিয়ে ফিরতে হত। কলাকুশলীদের মধ্যে কয়েক জন স্থানীয় বাসিন্দা ছিলেন। তাঁরা বলতেন, সাড়ে আটটা বেজে গিয়েছে। এমনিতে কোনও অসুবিধা নেই। কিন্তু মাঝেমধ্যে গন্ডার ও চিতাবাঘ বেরোয় এই রাস্তায়।

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *