ডায়ালসিলেট ডেস্ক :ভারত-বাংলাদেশের মধ্যে সম্পর্কের নতুন অধ্যায় শুরু করা অতি গুরুত্বপূর্ণ। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বাংলাদেশের কাছে ফেরত পাঠিয়ে এর সূচনা করা উচিত ভারতের। ভারতে তার অবস্থান অব্যাহত রাখার মধ্যদিয়ে ভারত দ্বিপক্ষীয় সম্পর্কের আরও ক্ষতি করতে পারে। বার্তা সংস্থা পিটিআই’কে ঢাকার বাসভবন থেকে দেয়া এক সাক্ষাৎকারে এসব কথা বলেছেন বিএনপি’র মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র সেকেন্ড ইন কমান্ড বর্ষীয়ান এই নেতা ভারতের সঙ্গে শক্তিশালী সম্পর্ক গড়ার ক্ষেত্রে তার দলের আকাঙ্ক্ষাকে জোর দিয়ে প্রকাশ করেন। তিনি বলেন, তারা অতীতের বিরোধ ভুলতে এবং সহযোগিতার জন্য প্রস্তুত। তিনি নিশ্চয়তা দেন যে, বাংলাদেশের মাটিতে এমন কোনো কর্মকাণ্ড বিএনপি কখনোই অনুমোদন দেবে না, যা ভারতের নিরাপত্তার জন্য হুমকি হবে।
মির্জা ফখরুল বলেন, বিএনপি যদি ভোটের মাধ্যমে ক্ষমতায় যায় তাহলে আওয়ামী লীগ সরকারের সময়ে আদানি গ্রুপের সঙ্গে প্রশ্নবিদ্ধ যে বিদ্যুৎ চুক্তি হয়েছিল তা রিভিউ ও পুনর্মূল্যায়ন করবেন তারা। কারণ, ওই চুক্তি বাংলাদেশের জনগণের ওপর মারাত্মক চাপ সৃষ্টি করেছে। বাংলাদেশের জনগণের মানসিক অবস্থা বুঝতে ব্যর্থতার মধ্যদিয়ে নয়াদিল্লি কূটনৈতিকভাবে ব্যর্থ হয়েছে দাবি করে তিনি বলেন, এমনকি গণঅভ্যুত্থানের পর হাসিনা সরকারের পতনের পরও বিএনপি’র সঙ্গে যোগাযোগ করেনি ভারতের এস্টাবলিশমেন্ট। যদিও চীন, যুক্তরাষ্ট্র, বৃটেন ও পাকিস্তান সেটা করেছে।