পররাষ্ট্র সচিব মোমেনের বিদায়

প্রকাশিত: ১২:০৬ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২, ২০২৪

পররাষ্ট্র সচিব মোমেনের বিদায়

ডায়ালসিলেট ডেস্ক :চুক্তির মেয়াদ শেষ হওয়ার আগেই বিদায় নিতে হয়েছে পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেনকে। রোববার বিকালে কয়েক মিনিটের নোটিশে সচিবকে জরুরিভাবে বিদায় জানানোর আয়োজন করে সেগুনবাগিচা। সোয়া ৫টার ওই আয়োজনে পরিচালক থেকে তদূর্ধ্ব কর্মকর্তাদের যোগদানের জরুরি আমন্ত্রণ জানিয়ে ৫টায় খুদে বার্তা পাঠায় প্রশাসন অনুবিভাগ। যা রাষ্ট্রীয় অতিথি ভবন মেঘনা’য় থাকা রাষ্ট্রাচার অনুবিভাগ এবং রমনাস্থ ফরেন সার্ভিস একাডেমির কর্মকর্তাদের যোগদানকে চ্যালেঞ্জের মুখে ফেলে। অনেকে অংশ নিতে পারেননি। সূত্র বলছে, কাউকে ভারপ্রাপ্ত না করেই বিকাল সাড়ে ৪টার দিকে আচমকা দায়িত্ব ছাড়েন পররাষ্ট্র সচিব। তার দপ্তরের দাবি তিনি রিজাইন বা পদত্যাগ করেননি, চার্জ রিলিংকুইশ করেছেন অর্থাৎ দায়িত্ব পরিত্যাগ করেছেন। সচিবের চুক্তি বাতিলের নীতিগত সিদ্ধান্ত হয়েছে এমন বার্তা পেয়ে তিনি দায়িত্ব ছেড়ে গেছেন জানিয়ে রাতে এক কর্মকর্তা মানবজমিনকে বলেন, নীতিনির্ধারকদের সিগন্যাল পেয়েই সচিব বিদায় নিয়েছেন। এটা তার জন্য মর্যাদাকর হয়েছে। সোমবার থেকে তার অবসরোত্তর ছুটি (পিআরএল) শুরু হবে।

0Shares