আন্তর্জাতিক ডেস্ক:ইউক্রেনের ভূখণ্ডে ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রাশিয়া। এতে কমপক্ষে ৫১ জন নিহত এবং ২৭১ জন আহত হয়েছেন। স্থানীয় সময় মঙ্গলবার সকাল ৯টার দিকে ইউক্রেনের পোলতাভা অঞ্চলে এ ভয়াবহ হামলা চালিয়েছে রুশ বাহিনী। এ খবর দিয়েছে অনলাইন বিবিসি। এতে বলা হয়, রুশ ক্ষেপণাস্ত্রের আঘাতে পোলতাভা অঞ্চলের একটি সামরিক একাডেমি এবং একটি হাসপাতালের ভবন মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। এ হামলায় বেশ কয়েকজন ইউক্রেনীয় সামরিক সেনাও নিহত হয়েছেন বলে নিশ্চিত করেছেন দেশটির সামরিক বাহিনী। ইউক্রেনের প্রতিরক্ষামন্ত্রী জানিয়েছেন, হামলা শুরুর পর সেখান থেকে বেসামরিক লোকজনকে সরিয়ে নেয়ার কোনো সময় তারা পায়নি। তারা সতর্ক সাইরেন বাজালেও ঘটনাস্থল থেকে লোকজন নিজেদের আত্মরক্ষার কোনো সময় পাইনি। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি রাশিয়ার এই হামলার কঠোর জবাব দেওয়ার অঙ্গীকার করেছেন। তিনি বলেছেন, মস্কোকে এর জন্য চড়ামূল্য দিতে হবে।

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *