ডায়ালসিলেট ডেস্ক:সাবেক অর্থ ও পরিকল্পনামন্ত্রী এবং বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য এম সাইফুর রহমানের ১৫তম মৃত্যুবার্ষিকী পালন উপলক্ষ্যেকোম্পানীগন্জ এম সাইফুর রহমান কলেজে এক দোয়া ও আলোচনা সভার আয়োজন করা হয়। ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোর্শেদ আলমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন  বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সহ সাংগঠনিক সম্পাদক ও সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মিফতাহ সিদ্দিকী। বক্তব্যে প্রধান অতিথি বলেন, এম সাইফুর রহমানঅর্থনৈতিক সংস্কারের পথিকৃৎ অর্থমন্ত্রী বাংলাদেশের। তিনি এম সাইফুর রহমান বারোটি বাজেট প্রনয়ণের বিরল দৃষ্টান্ত স্থাপন করে। এই বাজেট থেকে তিনি চালু করেন মূল্য সংযোজন কর (মূসক/ভ্যাট) ব্যবস্থা। ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে তিনি বলেন, এম সাইফুর রহমান কলেজ হতে দেশ-জাতি উন্নয়নে লক্ষ্যে আগামীদিনের এক একজন কর্মবীর সাইফুর রহমান গড়ে উঠতে হবে।” উক্ত অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন কোম্পানীগন্জ বিএনপির সাবেক সভাপতি সিকান্দার আলী ও বর্তমান সভাপতি শাহাবুদ্দীন আহমদ, জামাতের আমীর মাওলানা ফয়জুর রহমান, সিলেট জেলা ড্যাবের সাধারণ সম্পাদক ডাঃ শাকিলুর রহমান সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ও অত্র কলেজের শিক্ষার্থী, অভিভাবক এবং কর্মকর্তা, কর্মচারীবৃন্দ।

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *