নেশন্স লীগের শিরোপাধারী স্পেনকে রুখে দিলো সার্বিয়া

প্রকাশিত: ৯:২০ অপরাহ্ণ, সেপ্টেম্বর ৬, ২০২৪

নেশন্স লীগের শিরোপাধারী স্পেনকে রুখে দিলো সার্বিয়া

স্পোর্টস ডেস্ক:উয়েফা নেশন্স লীগের শুরুতেই সার্বিয়ার মাঠে হোঁচট খেল স্পেন। নেশন্স লীগের নতুন আসরের শুরুটা সুখকর হলো না শিরোপাধারীদের। বৃহস্পতিবার রাতে সার্বিয়ার ঘরের মাঠে গোলশূন্য ড্র নিয়ে ফিরলো স্পেন।
ম্যাচের শুরু থেকেই অগোছালো ছিল স্পেন। শুরুর বিবর্ণতা কাটিয়ে একের পর এক আক্রমণ শাণায় ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা। কিন্তু কাঙ্খিত গোলের দেখা কিছুতেই পেল না তারা। কখনও তাদের সামনে বাধা হয়ে দাঁড়ালেন সার্বিয়ার গোলরক্ষক, কখনও শট হলো লক্ষ্যভ্রষ্ট। গত জুলাইয়ে ইউরোর ফাইনালে ইংল্যান্ডকে হারিয়ে নেশন্স লীগের শিরোপা জয়ের পর প্রথমবার মাঠে নেমে জয়ের দেখা পেল না লুইস দে লা ফুয়েন্তের দল।

পুরো ম্যাচে ৭৩ শতাংশ সময় পজিশন ধরে রেখে গোলের জন্য স্পেন শট নেয় মোট ২১টি। যার ৫টি লক্ষ্যে ছিল। অন্যদিকে, সার্বিয়ার ৯ শটের কেবল একটি ছিল লক্ষ্যে। স্পেনের শুরুটা ছিল মন্থর ও অগোছালো।

0Shares