চার দিনের রিমান্ডে তৌফিক-ই-ইলাহী চৌধুরী

ডায়ালসিলেট ডেস্ক:সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ বিষয়ক উপদেষ্টা ড. তৌফিক-ই-ইলাহী চৌধুরীর চার দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। বুধবার ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত সুমন সিকদার হত্যা মামলায় তার এ রিমান্ড মঞ্জুর করেন। এর আগে তাকে আদালতে হাজির করে পুলিশ। মামলার সুষ্ঠু তদন্তে পুলিশ ১০ দিনের রিমান্ড আবেদন করে। তবে শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আলী হায়দার চার দিনের রিমান্ড মঞ্জুর করেন। এর আগে মঙ্গলবার রাতে রাজধানীর গুলশান এলাকা থেকে তৌফিক-ই-ইলাহী চৌধুরীকে গ্রেপ্তার করে মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। গত ১৯শে জুলাই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন পুলিশের গুলিতে নিহত হন সুমন সিকদার। এ ঘটনায় তার মা মাসুমা বাদী হয়ে শেখ হাসিনাসহ ১৭৯ জনকে আসামি করে হত্যা মামলাটি দায়ের করেন।

0Shares

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *