সিলেটে মা/দ/ক কারবারে নারীরা, র‌্যাবের খাঁচায় ৪জন

প্রকাশিত: ৫:১৪ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১৫, ২০২৪

সিলেটে মা/দ/ক কারবারে নারীরা, র‌্যাবের খাঁচায় ৪জন

ডায়ালসিলেট :সিলেটে মাদক ব্যবসায় জড়িয়ে পড়ছেন নারীরা। ছদ্মবেশে বিভিন্ন জায়গায় মাদক ব্যবসা চালিয়ে যাচ্ছেন অনেকে। বোরকা পরে ছদ্মবেশে অনেকে মাদক আনা নেওয়ার কাজ করে থাকেন।শনিবার অভিযান পরিচালনা করে এমনই এক চক্রকে গ্রেফতার করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-৯)।জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৯, সিপিএসসি এর একটি আভিযানিক দল শনিবার সিলেট জেলার ওসমানী নগরে মাদক বিরোধী অভিযান পরিচালনা করে ৩ জন নারীসহ ৪ জন পেশাদার মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে। এসময় তাদের কাছ থেকে ২৮১ বোতল ফেন্সিডিল উদ্ধার করে।গ্রেফতারকৃতরা হলো কিশোরগঞ্জের ভৈরবের কমলপুর গ্রামের মৃত মদ্দিস মিয়ার ছেলে শরিফুল আলম (২৬), চন্ডিবাড়ী গ্রামের মৃত সোনা মিয়ার মেয়ে মোছা. আলিয়া খাতুন (৩৮), মিরারচর গ্রামের হারিস মিয়ার স্ত্রী রোজিনা আক্তার (৩৫), ও ভৈরব গ্রামের মৃত কুদ্দুস মিয়ার স্ত্রী হালিমা (৬৫)।বিষয়টি নিশ্চিত করে র‌্যাব-৯ এর সহকারী পুলিশ সুপার (মিডিয়া অফিসার) মোঃ মশিহুর রহমান সোহেল বলেন, গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে ওসমানী নগর থানায় হস্তান্তর করা হয়েছে।

0Shares