ডায়াল সিলেট ডেস্ক :: সোমবার ভোর ৬টার দিকে ময়মনসিংহের ধোবাউড়া সদর দর্শা এলাকা থেকে দৈনিক ভোরের কাগজের সম্পাদক সাংবাদিক শ্যামল দত্ত ও একাত্তর টিভির ব্যবস্থাপনা পরিচালক মোজাম্মেল বাবুকে আটক করে পুলিশ।

 

 

ধোবাউড়া থানার ওসি মো. চাঁন মিয়া বলেন, ধোবাউড়া সদর দর্শা এলাকা থেকে একটি প্রাইভেটকারসহ চারজনকে আটক করে এলাকাবাসী। পরে পুলিশ গিয়ে তাদের থানা হেফাজতে নেয়। আটকদের মধ্যে অন্য দুজন হলেন একাত্তর টেলিভিশনের সিনিয়র রিপোর্টার মাহবুবুর রহমান ও প্রাইভেটকারের চালক সেলিম। তারা সীমান্ত হয়ে তারা ভারতে অবৈধভাবে পালানোর চেষ্টা করছিলেন বলে জানান ওসি।

 

 

 

গত ৫ আগস্ট শেখ হাসিনার সরকার পতনের পরদিন ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া হয়ে সপরিবারে ভারতে যাওয়ার সময় শ্যামল দত্তকে আটকে দিয়েছিল ইমিগ্রেশন পুলিশ। এর পর থেকে তাকে প্রকাশ্যে দেখা যায়নি। অন্যদিকে সরকার পতনের পর থেকেই আত্মগোপনে ছিলেন মোজাম্মেল বাবু।

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *