বাংলাদেশকে মজা নিতে দিন, ইংল্যান্ডও অনেক কিছু বলেছিল: রোহিত

প্রকাশিত: ৬:৫৭ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১৭, ২০২৪

বাংলাদেশকে মজা নিতে দিন, ইংল্যান্ডও অনেক কিছু বলেছিল: রোহিত

স্পোর্টস ডেস্ক:আগামী বৃহুস্পতিবার চেন্নাইয়ে শুরু হচ্ছে বাংলাদেশ-ভারত টেস্ট সিরিজ। তার আগে এই সিরিজ ঘিরে সবখানেই উত্তাপ ছড়াচ্ছে। এবার সিরিজের আগে বাংলাদেশ দলকে নিয়ে মন্তব্য করে যেন উত্তাপ আরও বাড়িয়ে দিলেন ভারত অধিনায়ক রোহিত শর্মা।

পাকিস্তানে সম্প্রতিক ২-০ ব্যবধানে টেস্ট জিতেছে বাংলাদেশ। ফলে টাইগারদের আত্মবিশ্বাসের এখন অভাব নেই। ভারত যাওয়ার আগে এই সিরিজের দুটো ম্যাচই জেতার লক্ষ্যের কথা জানান।

আজ সংবাদ সম্মেলনে এ বিষয়ে প্রশ্ন করা হয় রোহিতকে। তিনি জানান এসব নিয়ে খুব একটা মাথা ঘামাচ্ছেন না।

চেন্নাইয়ে রোহিত বলেন, ‘সব দলই ভারতকে হারাতে চায়, তারা এটা উপভোগ করে। তাদের (বাংলাদেশ) মজা নিতে দিন। আমাদের ম্যাচটি জিততে হবে এবং সেজন্যই এখানে এসেছি আমরা। তারা আমাদের নিয়ে কী বলছে সেটা নিয়ে বিভোর হতে পারি না। ’

এরপর ইংল্যান্ডের সর্বশেষ ভারত সফরের কথা উল্লেখ করে রোহিত বলেন, ‘যখন ইংল্যান্ড এসেছিল,তখন তারাও অনেক কিছু বলেছিল। কিন্তু আমরা সেদিকে খুব বেশি মনোযোগ দিইনি। প্রতিপক্ষ নিয়ে খুব একটা না ভেবে আমরা চেষ্টা করি ভালো খেলার। আমাদের জয় উপহার দিতে হবে এবং সেটাই আমাদের লক্ষ্য। ’

0Shares