বিনোদন ডেস্ক:অভিনেত্রী জাকিয়া বারী মম এবার হাজির হচ্ছেন রবীন্দ্রসংগীত নিয়ে। বিষয়টি অবাক করার মতো হলেও সত্যি। ভার্সেটাইল এ অভিনেত্রীর কণ্ঠে এবার শোনা যাবে রবীন্দ্রনাথের গান। এর আগে শিহাব শাহীন পরিচালিত ‘রূপকথা এখন আর হয় না’ নাটকের প্রয়োজনে কণ্ঠে গান তুলেছিলেন মম। ‘একবার যদি কেউ ভালোবাসতো’- কালজয়ী এ গানটি গেয়ে প্রশংসিত হয়েছিলেন মম। এবার আর নাটক বা চিত্রনাট্যের প্রয়োজনে নয়। একেবারে প্রযোজক-সুরকারদের অনুরোধে ‘তোমার খোলা হাওয়া’ শীর্ষক গানটি কণ্ঠে তুলেছেন অভিনেত্রী। গত এপ্রিলে গানটির রেকর্ডিং ও শুটিং শেষ হয়। মাঝে রাজনৈতিক অস্থিরতার চাপে সেই গান মুক্তি পিছিয়ে পড়ে। যা এবার মুক্তি পেতে যাচ্ছে। গানটির সংগীতায়োজন করেছেন আহমেদ রাজীব। চলতি মাসেই একটি ইউটিউব চ্যানেলে গানচিত্রটি প্রকাশ হবে। গানটি প্রসঙ্গে মম বলেন, আমি মাঝে মাঝে গান করি। তবে সেটা একান্তই নিজের জন্য। এভাবে আয়োজন করে গান গাওয়াটা এবারই প্রথম। গানটিতে কণ্ঠ দিয়েছিলাম বেশ আগে।
এবার সেটি প্রকাশ হতে যাচ্ছে শুনে ভালো লাগছে। আমিও আগ্রহ নিয়ে আছি সবার সঙ্গে শোনার জন্য। জানা গেছে, আহমেদ রাজীবের উদ্যোগে ২০ জন কণ্ঠশিল্পীর কণ্ঠে ২০টি গানের অডিও/ভিডিও গান করছে নতুন প্রতিষ্ঠান এনএইচটি মিউজিক বক্স। ইতিমধ্যেই প্রজেক্টের আওতায় নির্মিত ৫টি গান প্রকাশ হয়েছে। সেই ধারাবাহিকতায় শিগগিরই প্রকাশ হচ্ছে মম’র কণ্ঠে ‘তোমার খোলা হাওয়া’।

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *