ডায়াল সিলেট ডেস্ক ::আগের দিন সকাল ৮টা থেকে শুক্রবার একই সময় পর্যন্ত ২৪ ঘণ্টায় দেশে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে দু’জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এরা ঢাকার বাসিন্দা। এ নিয়ে চলতি মাসের ২০ দিনে ডেঙ্গুতে ৪১ জনের মৃত্যু হয়েছে।  এ বছর ডেঙ্গুতে মৃতের সংখ্যা দাঁড়াল ১২৪ জন। আর গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ২৯৯ জন। এতে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২২ হাজার ২৬৫ জনে।

শুক্রবার সন্ধ্যায় স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, ঢাকার দুই সিটি করপোরেশন এলাকার ১৬৯ জন রয়েছেন নতুন আক্রান্তদের তালিকায়। এ ছাড়া ঢাকা বিভাগে ৬৮, চট্টগ্রামে ১০, খুলনায় ২৪, ময়মনসিংহে ১৮, বরিশালে ৫, রাজশাহীতে ৩ এবং রংপুর বিভাগে ২ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।চলতি বছরের ১ জানুয়ারি থেকে ২০ সেপ্টেম্বর ডেঙ্গুতে আক্রান্ত হয়ে সারাদেশে হাসপাতালে ভর্তি হয়েছেন ২২ হাজার ২৬৫ জন; যাদের মধ্যে ৬২ দশমিক ৫০ শতাংশ পুরুষ এবং ৩৭ দশমিক ৫০ শতাংশ নারী। এখন পর্যন্ত মৃত ১২৪ জনের মধ্যে ৫৪ শতাংশ নারী এবং ৪৬ শতাংশ পুরুষ।

গত বছর দেশে ৩ লাখ ২১ হাজার ১৭৯ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিয়েছেন। এর মধ্যে ঢাকায় ১ লাখ ১০ হাজার ৮ জন এবং ঢাকার বাইরে চিকিৎসা নিয়েছেন ২ লাখ ১১ হাজার ১৭১ জন। গত বছর ডেঙ্গুতে ১ হাজার ৭০৫ জনের মৃত্যু হয়, যা দেশের ইতিহাসে এক বছরে সর্বোচ্চ।

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *