প্রকাশিত: ৭:৪৬ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২৩, ২০২৪
ডায়ালসিলেট ডেস্ক :ভোরের কাগজের সম্পাদক শ্যামল দত্ত, একাত্তর টেলিভিশনের প্রধান সম্পাদক ও ব্যবস্থাপনা পরিচালক মোজাম্মেল হক বাবু ও একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির সভাপতি শাহরিয়ার কবিরকে কারাগারে পাঠিয়েছেন আদালত। সোমবার ৭ দিন রিমান্ড শেষে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত তাদের প্রত্যেককে কারাগারে পাঠানোর আদেশ দেন।
এদিন তাদেরকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটের পৃথক আদালতে হাজির করা হয়। এরপর মামলার তদন্তকারী কর্মকর্তারা তাদের কারাগারে আটক রাখার আবেদন করেন। এ সময় আসামিপক্ষ জামিন চেয়ে শুনানি করেন। অন্যদিকে রাষ্ট্রপক্ষ জামিনের বিরোধিতা করেন। উভয় পক্ষের শুনানি শেষে আদালত জামিন নামঞ্জুর করে তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন।
এদিকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে ভাসানটেক থানায় যুবক ফজলুকে হত্যার অভিযোগে করা মামলায় শ্যামল দত্তকে এবং রমনা মডেল থানায় গৃহকর্মী লিজা আক্তারকে হত্যার অভিযোগে করা মামলায় মোজাম্মেল হক বাবুকে কারাগারে পাঠানো হয়েছে। এছাড়া যাত্রাবাড়ী থানার পৃথক দু’টি হত্যা মামলায় শাহরিয়ার কবিরকে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানো হয়েছে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে রফিকুল ইসলাম ও আরিফ হত্যা মামলার অভিযোগ আনা হয় তার বিরুদ্ধে। শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট তাহমিনা হকের আদালত তাকে গ্রেপ্তার দেখান এবং জামিন শুনানির জন্য মঙ্গলবার দিন ধার্য করেন।
এর আগে ১৬ই সেপ্টেম্বর ভোর ৬টার দিকে ময়মনসিংহের ধোবাউড়া উপজেলা সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে পালানোর সময় শ্যামল দত্ত ও মোজাম্মেল বাবুকে দক্ষিণ মাইজপাড়া ও পোড়াকান্দুলিয়া সীমান্তের মাঝামাঝি এলাকায় একটি প্রাইভেটকারসহ আটক করে পুলিশের নিকট হস্তান্তর করেন স্থানীয়রা। এরপর রাত ১১টার দিকে তাদেরকে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের কার্যালয়ে আনা হয়।
Address: Kaniz Plaza, Zindabazar, Sylhet
United Kingdom, London Mobile :+447438548379
dialsylhetnews@gmail.com
Design and developed by AshrafTech