খুনীর চরিত্রে কোরিয়ান সেই শুটার

প্রকাশিত: ৬:৩২ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২৪, ২০২৪

খুনীর চরিত্রে কোরিয়ান সেই শুটার

স্পোর্টস ডেস্ক:বেসবল ক্যাপ মাথায় এক নতুন শুটারের আগমন ঘটে এবারের প্যারিস অলিম্পিকে। সারাবিশ্বে সাড়া জাগানো সেই নারী শুটারের পরনে ছিল কালো রঙের জ্যাকেট। বাঁ হাত পকেটে ঢোকানো। ডান হাতে পিস্তল। চোখেমুখে নির্লিপ্ত ভাব। যেন সিনেমার দৃশ্যই দেখেছিল ক্রীড়ামোদীরা। এবার একই দৃশ্যের মঞ্চায়ন হবে সিনেমার পর্দায়। দক্ষিণ কোরীয় পিস্তল শুটার কিম ইয়েজিকে এবার দেখা যাবে ‘ক্রাশ’ নামের এক সিরিজে।
না, মিথ্যা না। প্যারিসে ১০ মিটার এয়ার পিস্তলে রুপা জেতা শুটার সত্যি সত্যিই অভিনয়ে আসছেন। ইয়েজিকে পিস্তল হাতে এক আততায়ীর ভুমিকায় দেখা যাবে সিরিজে। ৩২ বছর বয়সী ইয়েজির ভিলেন হওয়ার এই খবর দিয়েছে এএফপি। ইয়েজির সঙ্গে সিরিজে অভিনয় করবেন ভারতের অভিনেত্রী আনুশকা সেন। দক্ষিণ কোরিয়ার এন্টারটেইনমেন্ট বিষয়ক প্রতিষ্ঠান এশিয়া ল্যাব এক বিবৃতিতে বলে, ‘আমরা কিম ইয়েজি ও আনুশকা সেনের ভিলেনের চরিত্রের স্ক্রিনিংয়ে রোমাঞ্চিত বোধ করছি।’
প্যারিস অলিম্পিকের পরেই অবশ্য এন্টারটেইনমেন্টের জগতে পা পড়ে ইয়েজির। দক্ষিণ কোরিয়ান এক এন্টারটেইনমেন্ট এজেন্সির সঙ্গে এ ব্যাপারে চুক্তিও করেন তিনি। এরমধ্যেই কোরিয়ান ম্যাগাজিন লুই ভিটনের ফ্যাশন মডেল হিসেবেও কাজ করেন তিনি।
প্যারিস অলিম্পিকের পর থেকে ইয়েজির পিস্তল শুটের ক্লিপ ভাইরাল হয়। প্রচুর ফান ভিডিওর যোগান দেয় অনলাইনে। এর বাইরে তুরস্কের শুটার ইউসুফ ডিকেচের ক্লিপও ভাইরাল হয়। তিনি শুট করতে আসেন কোনো চশমা এবং এক্সট্রা কোনো যন্ত্র ছাড়া। অলিম্পিক শেষ হয়ে গেলেও এখনো অনলাইনে বেশ প্রাসঙ্গিক এই দুই শুটারের নির্র্লিপ্ত ভঙ্গি।

0Shares