ডায়ালসিলেট :দৈনিক শ্যামল সিলেট পত্রিকার স্টাফ রিপোর্টার ও সিলেট বিভাগীয় অনলাইন প্রেসক্লাবের দপ্তর সম্পাদক আজমল আহমদ রুমন এর উপর সন্ত্রাসী হামলার নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন সিলেট বিভাগীয় অনলাইন প্রেসক্লাবের সভাপতি শেখ মোঃ লুৎফুর রহমান ও সাধারণ সম্পাদক এস এম জহুরুল ইসলাম।

আজ এক প্রেস বার্তায় সভাপতি শেখ মোঃ লুৎফুর রহমান বলেন, আজমল আহমদ রুমন,কর্মস্থল থেকে বাড়ি ফেরার পথে গত ২৩ সেপ্টেম্বর সোমবার রাতে বরইকান্দির কাজিরখলা জামে মসজিদের সামনে একদল সন্ত্রাসীদের অতর্কিত হামলায় গুরুতর আহত হয়। এসময় দুর্বৃত্তরা আকস্মিক ভাবে তার উপর হামলা চালালে বাম হাত ভাঙ্গাসহ শরীরের বিভিন্ন জায়গায় রক্তাক্ত জখম হয়।

তিনি বলেন, সিলেটের মাটিতে কর্মরত একজন সাংবাদিকের উপর এরূপ কাপুরুষোচিত হামলা সাংবাদিক মহলের জন্য উদ্বেগজনক। আমরা বিশ্বাস করি যে, স্থানীয় প্রশাসন অতি সত্ত্বর সিলেট বিভাগীয় অনলাইন প্রেসক্লাবের দপ্তর সম্পাদক এর উপর হওয়া বর্বোরোচিত এই হামলার ঘটনার সুষ্ঠু তদন্ত সাপেক্ষে দোষীদের বিচারের আওতায় এনে কঠোর শাস্তি নিশ্চিত করবে। পাশাপাশি ভবিষ্যতে এ ধরণের ঘটনার পুনরাবৃত্তি যেন না হয় সে ব্যাপারে প্রশাসনকে যথাযথ ব্যবস্থা গ্রহণ করার আহ্বানও জানান তিনি।

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *