স্পোর্টস ডেস্ক :নেইমার কবে ফিরবেন এটা যেন ফুটবল বিশ্বে এখন নিয়মিত প্রশ্ন হয়ে উঠেছে। এদিকে ব্রাজিল দলের সাম্প্রতিক পারফর্মেন্সও জঘন্যতম। দলটিতেও নেইমারের অভাব পরিষ্কার হয়ে উঠছে। তবে ব্রাজিল কোচ দরিভাল জুনিয়র অবশ্য নেইমারকে দলে পেতে ধৈর্য ধরতে চান। তিনি চান, পুরো ফিট হয়েই দলে ফিরুক নেইমার।

লাতিন আমেরিকা অঞ্চলের বিশ্বকাপ বাছাইয়ে পরের দুই ম্যাচের জন্য ব্রাজিল স্কোয়াড ঘোষণা করেছেন ব্রাজিল কোচ দরিভাল। স্বাভাবিকভাবে দলে নেই এক বছর আগে থেকে মাঠের বাইরে থাকা নেইমার। অক্টোবর তো বটেই আগামী বছরের শুরুতেই নেইমারের ফেরার খুব বেশি সম্ভাবনা নেই তার। বাঁ হাঁটুর অস্ত্রোপচারের পর এখনও সেরে ওঠার অপেক্ষায় আল হিলালের এই তারকা।
নেইমারের অপেক্ষায় আছেন দরিভালও। তবে আরও ধৈর্য ধরতেও আপত্তি নেই ব্রাজিল কোচের। দল ঘোষণার সংবাদ সম্মেলনে তিনি বললেন, ফেরার পর নেইমারকে সেরা চেহারায় দেখতে চান তিনি। দরিভাল বলেন, ‘আমরা অপেক্ষা করব, আমরা ধৈর্য ধরব। সে যদি অক্টোবরে ফিরতে না পারে, নভেম্বরে এমনকি ফেব্রুয়ারিতেও ফিরতে না পারে, কোনো সমস্যা নেই। তাকে আত্মবিশ্বাসী হয়ে উঠতে হবে, খেলতে হবে এবং সবকিছুর ওপরে, চোট থেকে পুরোপুরি মুক্তি পেতে হবে।’
তিনি বলেন, ‘আমরা উপলব্ধি করতে শুরু করেছি যে, সে কতটা গুরুত্বপূর্ণ। সে যদি সামনের বছরগুলোয় ফিরে আসে, বিশ্ব ফুটবলের সেরাদের একজনকে আমরা আমাদের জাতীয় দলে ফিরে পাব তার ক্যারিয়ারের স্মরণীয় সময়ে।’
গত বছরের আগস্টে সৌদি আরবের ক্লাব আল হিলালে যোগ দেওয়া নেইমার সৌদি ক্লাবটির হয়ে খেলতে পেরেছেন মোটে তিনটি ম্যাচ। জাতীয় দলের হয়ে বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচগুলি ছাড়াও খেলতে পারেননি গত কোপা আমেরিকায়। তাকে ছাড়া ব্রাজিলের অবস্থাও বেহাল। কোপার কোয়ার্টার-ফাইনাল থেকে ছিটকে পড়া ব্রাজিল বিশ্বকাপ বাছাইয়ে চার হার ও এক ড্রয়ে ১০ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকায় আছে পাঁচে। ১৮ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে আর্জেন্টিনা। ১৬ পয়েন্ট নিয়ে দুইয়ে কলম্বিয়া।
পয়েন্ট তালিকার শীর্ষ ছয় দল সরাসরি খেলবে ২০২৬ বিশ্বকাপে। সপ্তম দলের সামনে সুযোগ থাকবে প্লে অফ খেলে বিশ্বকাপে জায়গা করে নেওয়ার। ১০ই অক্টোবর চিলির সঙ্গে খেলবে ব্রাজিল, পাঁচ দিন পর তাদের প্রতিপক্ষ পেরু।

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *