মিয়ানমার থেকে ফিরলেন ৮৫ বাংলাদেশি, গেলেন ১২৩ বিজিপি-সেনা সদস্য

প্রকাশিত: ৩:১০ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২৯, ২০২৪

 

 

 

ডায়াল সিলেট ডেস্ক :: মিয়ানমারে ৮৫ বাংলাদেশি কারাভোগ শেষে দেশে ফিরেছেন। অন্যদিকে তাদের নিয়ে আসা জাহাজে ফেরত যাচ্ছেন প্রাণ বাঁচাতে মিয়ানমার থেকে পালিয়ে বাংলাদেশে আশ্রয় নেওয়া ১২৩ বিজিপি ও সেনা সদস্য। রোববার সকালে কক্সবাজার শহরের নুনিয়ারছড়াস্থ বিআইডব্লিউটিএ ঘাটে এই হস্তান্তর প্রক্রিয়া হয়।

কক্সবাজার জেলা প্রশাসক মোহাম্মদ সালাউদ্দিন বিষয়টি নিশ্চিত করে জানান, তিন দফায় অনুষ্ঠিত প্রত্যাবসন প্রক্রিয়ার মতোই এবারও ৮৫ বাংলাদেশিকে দেশে নিয়ে আসা হয়েছে। অন্যদিকে তাদের নিয়ে আসা জাহাজে ফেরত যাচ্ছেন ১২৩ বিজিপি ও সেনা সদস্য।

এর আগে শনিবার সকালে মিয়ানমারের নৌবাহিনীর ‘ইউএমএস চিন ডুইন’ নামের জাহাজটি ৮৫ বাংলাদেশিকে নিয়ে গভীর সাগরের বাংলাদেশ সীমানায় অবস্থান নেয়। রোববার সকালে তাদের বাংলাদেশি একটি জাহাজে হস্তান্তর করা হয়।

অন্যদিকে সকাল সাড়ে ৮টায় টেকনাফের দমদমিয়া এলাকায় বিজিবির হেফাজতে থাকা মিয়ানমার সীমান্তরক্ষী বাহিনী (বিজিপি) ও সেনাবাহিনীর ১২৩ সদস্যকে বাসে বিআইডব্লিউটিএ ঘাটে আনা হয়। পরে উভয় দেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিনিধিদের মধ্যে তাদের হস্তান্তরের আনুষ্ঠানিকতা শুরু হয়।

0Shares

এ সংক্রান্ত আরও সংবাদ