সাবেক মন্ত্রী এ্যাডভোকেট মোস্তাফিজুর রহমান ফিজার ইন্তেকাল করেছেন

প্রকাশিত: ১১:০৮ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২৯, ২০২৪

 

 

 

ডায়াল সিলেট ডেস্ক :: দিনাজপুর জেলা আওয়ামী লীগের সভাপতি, সাবেক মন্ত্রী, সাবেক সংসদ সদস্য এ্যাডভোকেট মোস্তাফিজুর রহমান ফিজার ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহে রাজিউন)। রোববার রাত সোয়া ৮টায় রাজধানী ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন। এ্যাড. ফিজার দীর্ঘদিন যাবত ক্যান্সারে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন ছিলেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭১ বছর। তিনি স্ত্রী, ২ কন্যা, নাতী-নাতনীসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।

উত্তরের জেলা দিনাজপুরের প্রবীণ এই রাজনীতিবিদ ৭১’র স্বাধীনতার পর ৮ বার অপরাজিতভাবে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। তিনি দীর্ঘ প্রায় ৪০ বছর জেলা আওয়ামী লীগের রাজনৈতিক দায়িত্ব পালন করেছেন। বিভিন্ন মেয়াদে আওয়ামী লীগ সরকারে থাকাকালে তিনি বন ও পরিবেশ প্রতিমন্ত্রী, ভূমি প্রতিমন্ত্রী, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন। বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় কমিটির এই সাবেক সদস্য আমৃত্যু দক্ষতার সাথে দিনাজপুর জেলা আওয়ামী লীগের সভাপতির দায়িত্ব পালন করেন।

0Shares

এ সংক্রান্ত আরও সংবাদ