বিনোদন ডেস্ক:২০১৫ সালে জিতু কমলের বিপরীতে স্টার জলসার ‘মিলন তিথি’ ধারাবাহিকের মাধ্যমের ক্যারিয়ার শুরু করেন অভিনেত্রী ঊষসী রায়। এরপর ২০১৭ সালে ‘জয় কালী কলকাত্তাওয়ালী’ ধারাবাহিকে অভিনয় করেন তিনি। তবে হানি বাফনার বিপরীতে ‘বকুল কথা’ ধারাবাহিকের নাম ভূমিকায় সর্বাধিক জনপ্রিয়তা পান ঊষসী। এরপর টিভি ধারাবাহিক ছেড়ে ওয়েবসিরিজে নাম লেখান তিনি। এবার ফের নতুন শুরু হচ্ছে এ অভিনেত্রীর। ফের ছোট পর্দায় ফিরছেন তিনি। দীর্ঘ ৪ বছর পর রাজ চক্রবর্তীর হাত ধরে আবারো ছোটপর্দার ফিরছেন তিনি। জানা যায়, তার বিপরীতে এবার দেখা যাবে সুস্মিত মুখার্জীকে। সুস্মিত ঊষসীর তুলনায় অনেকটাই নতুন। তবে এর আগে স্নেহাশিস চক্রবর্তীর ধারাবাহিক ‘বরণ’-এ দেখা যায় তাকে। খুব শিগগিরই ধারাবাহিকটির শুটিং শুরু হবে। এদিকে নিজের টেলিভিশনে ফেরা নিয়ে ঊষসী বলেন, আমার কাছে কোনো পর্দাই ছোট-বড় নয়। ছোট পর্দা আমাকে পরিচিতি দিয়েছে, তাই সবসময়ের জন্য এ মাধ্যম আমার কাছে গুরুত্বপূর্ণ। শেষবার ছোট পর্দায় জি-বাংলার ‘কাদম্বিনী’ ধারাবাহিকে দেখা গিয়েছিল অভিনেত্রীকে। মাঝের সময়টা ওয়েবসিরিজে কাজ করেছেন ঊষসী। আর এবার আগের কথামতোই আবারো ফিরছেন ছোট পর্দায়।

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *