আন্তর্জাতিক ডেস্ক :মাত্র এক সপ্তাহ আগেই নিহত হয়েছেন হিজবুল্লাহ প্রধান হাসান নাসরুল্লাহ। এবার তার উত্তরসূরিকে নিশানা করেছে ইসরাইল। এই পরিস্থিতিতে পাঁচ বছর পরে শুক্রবার জুম্মার নামাজের খুতবায় অংশ নিলেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতোল্লা আলি খামেইনি।  ইসরাইলের বিরুদ্ধে তোপ দাগলেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতোল্লা আলি খামেইনি। বললেন, ‘‘ইরান, প্যালেস্টাইন, লেবানন, মিশর, ইরাক, সিরিয়া ও ইয়েমেনের শত্রু এক।’’ ইসরাইলই যে সেই ‘শত্রু’ সে কথাও স্পষ্ট করে দিয়েছেন তিনি। বলেছেন, ‘‘ইসরাইলের অস্তিত্বই আর থাকবে না।’’

এদিন নাসরুল্লাহর মৃত্যুতে শোকপ্রকাশ করে খামেইনি বলেন, ‘সৈয়দ হাসান নাসরুল্লাহ আর আমাদের মধ্যে নেই। কিন্তু তার উদ্দীপনা ও পথ আমাদের চিরকাল অনুপ্রাণিত করবে। তার শহিদত্ব প্রাপ্তি সেই প্রভাবকে আরও বাড়াবে। নাসরুল্লাহর মৃত্যু বিফলে যাবে না।”

তবে ইসরাইলের সঙ্গে সঙ্গেই আমেরিকাকেও কাঠগড়ায় তুলেছেন খামেইনি । তার দাবি, ইসরাইল আসলে মার্কিনিদের একটা ‘টুল’ ( যন্ত্র) যার সাহায্যে মধ্যপ্রাচ্যের দখল নিতে চায় ওয়াশিংটন। গত মঙ্গলবার রাতে রাজধানী তেল আবিবসহ ইসরাইলের বিভিন্ন এলাকায় হাইপারসনিক (শব্দের চেয়ে বেশি গতিবেগ সম্পন্ন) ক্ষেপণাস্ত্র ফাতা-২ ব্যবহার ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইরান ফৌজ। তার পরেই ইসরাইলের প্রতিরক্ষা মন্ত্রণালয় বুধবার জানিয়ে দেয়, ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা তেল আবিবের পরবর্তী নিশানা হবেন। এই পরিস্থিতিতে আয়াতোল্লা প্রকাশ্যে এসে ইরান সেনার মনোবল বাড়ানোর চেষ্টা করলেন বলেই মনে করা হচ্ছে।

সূত্র : এনডিটিভি

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *