ডায়াল সিলেট ডেস্ক ::যৌন হয়রানির অভিযোগে ভারতীয় কোরিওগ্রাফার জানি মাস্টারের জাতীয় পুরস্কার প্রত্যাহার করে নিয়েছে দেশটির ন্যাশনাল ফিল্ম অ্যাওয়ার্ডস সেল। এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে ভারত সরকারের সংস্থাটি। খবর দ্য হিন্দুর
জানি মাস্টারের আসল নাম শেখ জানি বাসা। একাধিক তামিল, তেলেগু ও কন্নড় সিনেমায় কোরিওগ্রাফার হিসেবে কাজ করেছেন তিনি। ‘পুষ্পা: দ্য রাইজ’ সিনেমার ‘শ্রীভল্লি’ গানেরও তিনিই কোরিওগ্রাফার।

জানির হিন্দি ছবির তালিকায় রয়েছে ‘জয় হো’, ‘কিসি কা ভাই কিসি কি জান’, ‘স্ত্রী ২’–এর মতো সিনেমা। চলতি বছরের ‘স্ত্রী ২’–এর জনপ্রিয় গান ‘আজ কি রাত’ ও ‘আয়ি নেহি’-র নাচের কোরিওগ্রাফি করেছেন তিনি।

২১ বছর বয়সী এক তরুণী জানি মাস্টারের বিরুদ্ধে যৌন হেনস্তার অভিযোগ আনেন। তরুণীর দাবি, আউটডোর শুটিংয়ের সময় জানি মাস্টার তাঁকে একাধিকবার নিগ্রহ করেছিলেন। যেহেতু তরুণী সেই সময় অপ্রাপ্তবয়স্ক ছিলেন, সে কারণে প্রোটেকশন অব চিলড্রেন ফ্রম সেক্সুয়াল অফেন্স অ্যাক্ট বা পাকসো আইনের ভিত্তিতে অভিযোগ দায়ের হয়। জানি মাস্টারকে গ্রেপ্তারও করা হয়। কিন্তু পরে তিনি অন্তর্বর্তীকালীন জামিনে ছাড়া পান।

চলতি বছরই ধনুশ অভিনীত ‘থিরুচিত্রমবলম’ সিনেমায় কোরিওগ্রাফির জন্য জাতীয় পুরস্কার প্রাপক হিসেবে জানি মাস্টারের নাম ঘোষণা করা হয়েছিল। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে যাওয়ার আমন্ত্রণপত্রও তাঁকে পাঠানো হয়েছিল।

কিন্তু ন্যাশনাল ফিল্ম অ্যাওয়ার্ডস সেলের দেওয়া বিবৃতিতে জানানো হয়, যে অভিযোগ কোরিওগ্রাফারের বিরুদ্ধে উঠেছে, তা অত্যন্ত গুরুতর।

সে কারণে তাঁর জাতীয় পুরস্কার আপাতত ফিরিয়ে নেওয়া হলো। পুরস্কার প্রদান অনুষ্ঠানে যোগ দেওয়ার যে আমন্ত্রণ তাঁকে পাঠানো হয়েছিল, তা এ অভিযোগ প্রকাশ্যে আসার অনেক আগের। সেটিও নাকি ফিরিয়ে নেওয়া হচ্ছে। ৮ অক্টোবর দিল্লির বিজ্ঞান ভবনে এ অনুষ্ঠান হওয়ার কথা।

 

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *