প্রকাশিত: ১০:৫৬ অপরাহ্ণ, অক্টোবর ১৩, ২০২৪
বিনোদন ডেস্ক :আরজি কর-কাণ্ডে নির্যাতিতার বাবা-মায়ের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন টলিপাড়ার তারকারা। সেখানে ছিলেন ঊষসী চক্রবর্তী, দেবলীনা দত্ত, চৈতি ঘোষাল ও সৌম্য ব্যানার্জীসহ অনেকে। সেই অভিজ্ঞতা নিয়ে এবার সমাজমাধ্যমে ঊষসী জানান, চলতি বছরের পুজায় চেষ্টা করেও ভাল থাকতে পারলেন না। তিনি লিখেন, এ বারের অষ্টমী। কিছু বলার নেই। কেউ হয়তো ভাবতে পারেন মানুষ হিসেবে আমরা খুব মনমরা। তাই পুজার সময়ে শরীর মন অবসন্ন হয়ে আসে এমন সব পোস্ট করছি। কিন্তু বিশ্বাস করুন এইবার পুজায় ভাল থাকতে পারলাম না। আপনাদের আনন্দে বাধ সাধতে চাই না। বুঝতে পারছি একটাই পুজা। ক’দিনের ছুটি, ব্যবসা পত্র, অর্থনীতি সব বুঝতে পারছি। পুজায় শামিল হলেও, আরজি কর হাসপাতালে হত্যা হওয়া তরুণীর কথা মনে রাখার অনুরোধ করেছেন ঊষসী। তার কথায়, পুজায় থাকুন। কিন্তু আনন্দ করতে করতে একটু মনে রাখুন সরকারি হাসপাতালে কর্মরত এক মেধাবী চিকিৎসক কাজে গিয়ে আর বাড়ি ফিরতে পারেননি। এটাও আমাদেরই বাস্তব। কোনও ভিনগ্রহের নয়। সেই তরুণীর মায়ের সঙ্গে কথা বলেছেন অভিনেত্রী। সেই নারী চিকিৎসক কলেজে বা কাজের জায়গায় পৌঁছনোর পর ফোন করে বলতেন, মা পৌঁছে গিয়েছি। নির্যাতিতার মায়ের কথায়, তখন নিশ্চিন্ত হতাম। কাজের জায়গায় পৌঁছে গিয়েছে। আর কোনও চিন্তা নেই। কিন্তু সেই কাজের জায়গাতেই যে তাকে হত্যা করা হয়। পোস্টের শেষে অভিনেত্রী প্রশ্ন তোলেন, আরজি কর একাধারে কলেজ এবং কাজের জায়গা। সেখানে যখন কিছু হয়, মা-বাবা কোথায় তাদের সন্তানকে পাঠিয়ে নিশ্চিন্ত থাকবে বলুন তো? কর্তব্যরত চিকিৎসকের যদি সুরক্ষা না থাকে আমি বা আপনি কি আদৌ নিরাপদ?
Address: Kaniz Plaza, Zindabazar, Sylhet
United Kingdom, London Mobile :+447438548379
dialsylhetnews@gmail.com
Design and developed by AshrafTech