সামাজিক যোগাযোগমাধ্যমে দেখা দিলেন আত্নগোপনে থাকা মমতাজ

প্রকাশিত: ১০:৪১ অপরাহ্ণ, অক্টোবর ১৪, ২০২৪

সামাজিক যোগাযোগমাধ্যমে দেখা দিলেন আত্নগোপনে থাকা মমতাজ

ডায়ালসিলেট ডেস্ক :ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে শেখ হাসিনা সরকার পতনের পর আত্মগোপনে চলে যান আওয়ামী লীগের অধিকাংশ নেতাকর্মী। কেউ বিদেশে চলে যান, কেউ আবার দেশেই গা ঢাকা দেন। আত্মগোপনে থাকাদের মধ্যে একজন সাবেক সংসদ সদস্য ও কণ্ঠশিল্পী মমতাজ বেগম। ৫ আগস্টের পর থেকে তার কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না। এবার সামাজিক মাধ্যমে প্রকাশ্যে এলেন মমতাজ। রোববার বিকেল সাড়ে ৫টার দিকে সাবেক এই এমপি দেখা দিয়েছেন। তার ভেরিফায়েড ফেসবুকে একটি ভিডিও প্রকাশ করেন মমতাজ। এতে তাকে গান গাইতে দেখা গেছে। ভিডিওটি মমতাজ কোথায় ধারণ করেছেন, সে বিষয়ে কিছু জানাননি। তবে কোনো একটি রুমের বিছানায় বসেই ‘আমার হাত বান্ধিবি, পা বান্ধিবি মন বান্ধিবি কেমনে? আমার চোখ বান্ধিবি, মুখ বান্ধিবি পরাণ বান্ধিবি কেমনে?- গানটি পরিবেশন করতে দেখা গেছে তাকে।  ভিডিওটি আপলোড করার সঙ্গে সঙ্গে ফেসবুকের কমেন্ট বক্সে নেটিজেনরা ঝাঁপিয়ে পড়েন। শুরু হয় নানা প্রতিক্রিয়া।

0Shares