ডেঙ্গুতে একদিনে হাসপাতালে ভর্তি ১১৮৬ জন, আরও ৩ জনের মৃত্যু

প্রকাশিত: ১১:৩৫ অপরাহ্ণ, অক্টোবর ১৬, ২০২৪

ডেঙ্গুতে একদিনে হাসপাতালে ভর্তি ১১৮৬ জন, আরও ৩ জনের মৃত্যু

ডায়ালসিলেট ডেস্ক :গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৩ জন মারা গেছেন। এ নিয়ে চলতি বছরে ডেঙ্গুতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২২৬ জনে। অক্টোবরের ১৬ দিনেই মারা গেছেন ৬৩ জন। একদিনে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে আরও ১১৮৬ জন বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। চলতি বছরে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪৫ হাজার ৯৫০ জনে।

বুধবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে পাঠানো ডেঙ্গুবিষয়ক তথ্যে এটা জানানো হয়।
এতে বলা হয়, ডেঙ্গু আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় সারা দেশে আরও ১১৮৬ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এ সময়ে ডেঙ্গুতে ৩ জনের মৃত্যু হয়েছে। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্তদের মধ্যে ঢাকার দুই সিটি করপোরেশন এলাকার ৪৫৬ জন রয়েছেন। এছাড়াও ঢাকা বিভাগে ২৬৭ জন, চট্টগ্রাম বিভাগে ১৩৬ জন, বরিশাল বিভাগে ৯৫ জন, খুলনা বিভাগে ১০৪ জন, ময়মনসিংহ বিভাগে ৪১ জন, রাজশাহী বিভাগে ৬৯ জন, রংপুর বিভাগে ১৪ জন, সিলেটে বিভাগে ৪ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।
চলতি বছরের ১লা জানুয়ারি থেকে ১৬ই অক্টোবর পর্যন্ত সারাদেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন মোট ৪৫ হাজার ৯৫০ জন। যাদের মধ্যে ৬৩ দশমিক ২ শতাংশ পুরুষ এবং ৩৬ দশমিক ৮ শতাংশ নারী। এছাড়া এখন পর্যন্ত মৃত ২২৬ জনের মধ্যে ৪৮ দশমিক ২ শতাংশ পুরুষ এবং ৫১ দশমিক ৮ শতাংশ নারী।

0Shares

এ সংক্রান্ত আরও সংবাদ