বিনোদন ডেস্ক :সিনেমায় দুইযুগ পার করেছেন চিত্রনায়িকা সাবরিনা সুলতানা কেয়া। এই সময়ে অনেক ব্যবসা সফল ছবি উপহার দিয়েছেন দর্শকদের। এখন কাজ কিছুটা কম করছেন। মনের মতো হলেই কেবল সে সিনেমায় অভিনয় করছেন। এদিকে সম্প্রতি কেয়ার নামে বেশকিছু ফেসবুক পেজ, ইউটিউব এবং অনলাইন পোর্টালে ভিত্তিহীন খবর প্রচার করা হয়েছে বলে অভিযোগ এনেছেন তিনি। তারই পরিপ্রেক্ষিতে আইনি ব্যবস্থাও নিচ্ছেন এ নায়িকা। কেয়া বলেন, বাংলাদেশ চলচ্চিত্র অঙ্গনে আমার দীর্ঘ ২৪ বছরের অভিনয় জীবন। এই সুদীর্ঘ পথ চলায় আমি কখনো কাউকে অশ্রদ্ধা করিনি, অহঙ্কার করিনি, তুচ্ছ-তাচ্ছিল্য করিনি। সবাইকে যথোপযুক্ত সম্মান দিয়ে পথ চলেছি এবং অভিনয় ও পরিবার নিয়েই জীবনের ব্যস্ত সময় পার করেছি। কিন্তু বেশ কিছুদিন ধরে কিছু স্বার্থান্বেষী মহল মিথ্যা গুজব ও রটনার সংমিশ্রণ ঘটিয়ে আমার বিরুদ্ধে বিভিন্ন মিডিয়ায় নানা ধরনের মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন অপপ্রচার চালিয়ে আমার মান-সম্মান ক্ষুণ্ন্নসহ আমাকে হেয়-প্রতিপন্ন করার চেষ্টায় লিপ্ত ছিলেন। আমার অগণিত ভক্ত ও শুভাকাঙ্ক্ষী আমার এই খারাপ সময়ে পাশে থেকে সাহস যুগিয়েছেন, যার জন্য আমি তাদের কাছে কৃতজ্ঞ। কেয়া আত্মবিশ্বাসের সুরে বলেন, আমি ভেঙে পড়িনি, সিন্ধান্ত নেই প্রতিবাদ করার। যার ফলশ্রুতিতে সামাজিক যোগাযোগ মাধ্যম ও মিডিয়ায় অপপ্রচারের বিরুদ্ধে সংশ্লিষ্ট ব্যক্তি ও কর্তৃপক্ষ বরাবর আইনজীবীর মাধ্যমে লিগ্যাল নোটিশ প্রেরণ করি। কিছু কিছু মিডিয়াও এই সব অপপ্রচার বুঝতে পেরে তাদের অনলাইন পোর্টাল ও ইউটিউব চ্যানেল থেকে আমার বিরুদ্ধে মানহানিকর অপসংবাদ প্রত্যাহার করে নিয়েছেন, তাদের কাছে আমি কৃতজ্ঞ এবং সত্য সাংবাদিকতাকে সাধুবাদ জানাই। কেয়া এ বিষয়ে গতকাল মানবজমিনকে বলেন, যেটা আমি করিনি সেটা আমার ওপর চাপিয়ে দেয়া হয়েছে। এটা মেনে নেয়া যায় না। পত্রিকা কিংবা চ্যানেলের কাটতির জন্য তো আমার জনপ্রিয়তাকে কাজে লাগানো অপরাধ। তাই আমি আইনি প্রক্রিয়ায় এগুচ্ছি। মিথ্যার বিরুদ্ধে আমার প্রতিবাদ অব্যাহত থাকবে। প্রয়োজনে মামলাও করবো। কারণ মিথ্যা চাপিয়ে দেয়া যাবে না আমার ওপর।

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *