ডায়ালসিলেট ডেস্ক :বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে যুবদল নেতা রিদয় মিয়াকে গুলির ঘটনায় করা মামলায় হবিগঞ্জ-৪ আসনের সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমনকে পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। মঙ্গলবার ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক জাকির হোসেন এ আদেশ দেন।

পুলিশ সুমনকে আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ড চাইলে আদলত পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

ছাত্র আন্দোলনের সময় রাজধানীর মিরপুরে গত ১৯ জুলাই যুবদল নেতা রিদয় মিয়াকে গুলির ঘটনায় ২৩ সেপ্টেম্বর ভুক্তভোগী রিদয় নিজেই বাদী হয়ে মিরপুর মডেল থানায় সুমন ও আওয়ামী লীগের শীর্ষ নেতাসহ ৫০ জনের বিরুদ্ধে মামলা করেন।

এর আগে সোমবার দিবাগত রাতে রাজধানী মিরপুর থেকে সৈয়দ সায়েদুল হক সুমনকে গ্রেপ্তার করে পুলিশ।

গত জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ থেকে মনোনয়ন চেয়েছিলেন সুমন। মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র হিসেবে আওয়ামী লীগ প্রার্থী এবং সাবেক বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মাহবুব আলীকে পরাজিত করে হবিগঞ্জ-৪(চুনারুঘাট-মাধবপুর) আসনের সংসদ সদস্য নির্বাচিত হন তিনি।

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *