নিজেই নিজেকে বিয়ে

প্রকাশিত: ১২:০৮ অপরাহ্ণ, অক্টোবর ২৩, ২০২৪

নিজেই নিজেকে বিয়ে

বিনোদন ডেস্ক :এবার আর অন্যের ওপর ভরসা করলেন না পপতারকা ব্রিটনি স্পিয়ার্স। বরং নিজেই নিজেকে করলেন বিয়ে। ব্যাপারটা একটু খোলাসা করা যাক। সম্প্রতি ব্রিটনি তার ইনস্টাগ্রামে ছবি পোস্ট করে জানান, তিনি নিজেই নিজেকে বিয়ে করেছেন। বলেন, বিষয়টি লজ্জাজনক বা বোকামো মনে হলেও আমার সবচেয়ে ভালো সিদ্ধান্ত। এক বছর আগে এদিনেই স্যাম অ্যাসঘারি’র সঙ্গে ডিভোর্স হয়েছিল তার। আর সেই দিনকেই তিনি বেছে নিলেন নিজের বিয়ের জন্য।

0Shares