ডায়ালসিলেট ডেস্ক :সিলেট গ্যাস ফিল্ডের ৭ নম্বর কূপে ধীরে ধীরে গ্যাসের চাপ কমে এসেছিলো। লাইনে গ্যাসের চেয়ে পানির মাত্রা ছিল বেশি। এ কারণে এই কূপকে পুনঃখননের উদ্যোগ নিয়েছিল সিলেট গ্যাস ফিল্ড কর্তৃপক্ষ। পুনঃখনন কাজ শুরুর তিন মাসের মাথায় এসে মিলেছে ফলাফল। এ কূপ থেকে প্রতিদিন ৮ মিলিয়ন ঘনফুট গ্যাস পাওয়া যাচ্ছে। আগামী তিন সপ্তাহের মধ্যে এ কূপ থেকে উত্তোলিত গ্যাস জাতীয় গ্রিডে সরবরাহ করা যাবে বলে জানিয়েছে কূপ কর্তৃপক্ষ। সিলেট গ্যাস ফিল্ডের ৭ নম্বর কূপটি অনেক পুরাতন। ১৯৮৬ সালে তেল উৎপাদনের মধ্যদিয়ে এ কূপের যাত্রা শুরু হয়। দেশের অন্যতম উৎপাদিত তেল ক্ষেত্র হিসেবে এ কূপটি পরিচিত। পরবর্তীতে ২০০৫ সাল থেকে এ কূপে আনুষ্ঠানিক গ্যাস উত্তোলন শুরু হয়। সিলেট গ্যাস ফিল্ড কর্তৃপক্ষ জানিয়েছে- গত বছর থেকে এ কূপে উত্তোলিত গ্যাসের চাপ কমতে শুরু করে। চলতি বছরের শুরুতে দেখা যায় গ্যাসের চেয়ে পানির মাত্রা বেশি আসে। তবে; জরিপ বলছিলো ভিন্ন কথা। এ গ্যাস কূপে পর্যাপ্ত গ্যাস মজুত থাকার বিষয়টি জানা গিয়েছিল। এ কারণে সিলেট গ্যাস ফিল্ড কর্তৃপক্ষ একই গ্যাস কূপে আরেকটি জোনে কূপ পুনঃখননের উদ্যোগ নেয়। গত জুলাই মাস থেকে তারা কূপ খনন শুরু করে। সিলেট গ্যাস ফিল্ডের এমডি মো. মিজানুর রহমান গতকাল বিকালে  জানিয়েছেন- পরীক্ষামূলক খননের একপর্যায়ে ১০ই অক্টোবর এক হাজার মিটার গভীরে এ কূপ থেকে ৬ দশমিক ৭ মিলিয়ন ঘনফুট গ্যাস প্রাপ্তির বিষয়টি নিশ্চিত হওয়া যায়। এরপর গতকাল সকালে ১২০০ মিটার গভীরে গেলে এই কূপ থেকে ৮ মিলিয়ন ঘনফুট গ্যাস পাওয়ার বিষয়টি নিশ্চিত হয়। তিনি জানিয়েছেন- এখন পরীক্ষামূলক উত্তোলন করা হচ্ছে। এবং উত্তোলিত গ্যাস ফ্লো-আউট করা হচ্ছে।

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *