ডায়ালসিলেট :সিলেটে ৮২৬ প্যাকেট ভারতীয় ফুচকা জব্দ ও ‍দুজনকে আটক করেছে পুলিশ। এসময় একটি ট্রাক ও একটি মোটরসাইকেল জব্দ করা হয়।

বুধবার(২৩অক্টোব) ভোররাত ৫টার দিকে শিবের বাজার এলাকায় অভিযান চালিয়ে জালালাবাদ থানা পুলিশ ভারতীয় ফুচকা জব্দ করে।আটককৃতরা হলেন- সিলেটের জালালাবাদ থানার হায়দরপুর গ্রামের রুস্তম আলীর ছেলে রাজু আহমদ(২৭) ও কোম্পানীগঞ্জ থানার ইছাকলস গ্রামের মৃত আতাউর রহমান খোকনের ছেলে জামান মিয়া(৩৭)।
বুধবার বিকেলে এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেন সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) মিডিয়া অফিসার অতিরিক্ত উপ-কমিশনার মোহাম্মদ সাইফুল ইসলাম।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বুধবার ভোররাত সাড়ে ৪টার দিকে জালালাবাদ থানার পুলিশের একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে মোটরসাইকেল দিয়ে স্কট করে ১টি হাইড্রোলিক ট্রাক দিয়ে কতিপয় লোকজন ভারতীয় তৈরী পণ্যসহ কোম্পানীগঞ্জ থেকে সালুটিকর-শিবের বাজার রাস্তা দিয়ে সিলেট শহরে প্রবেশ করছে। ভোর ৫টার দিকে শিবের রাস্তার মোড়ে সড়কের উপর চেকপোষ্ট বসায় পুলিশ। পরে আটককৃতদের হেফাজতে থাকা ট্রাক থেকে ৮২৬ প্যাকেট ফুচকা জব্দ করা হয়।যার বাজারমূল্য ১ লাখ ৬৫ হাজার ২০০ টাকা। এসময় মোটরসাইকেল ও একটি ট্রাক জব্দ করে পুলিশ।
এ ঘটনায় আটককৃত দুজনসহ অজ্ঞাত চারজনের বিরুধে পুলিশ বাদী হয়ে জালালাবাদ থানায় মামলা দায়ের করেছে। আটকৃতদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হবে বলে জানিয়েছে পুলিশ।

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *