এবার ট্রাম্পকে ‘ফ্যাসিস্ট’ বললেন কমালা

প্রকাশিত: ১:১৪ অপরাহ্ণ, অক্টোবর ২৪, ২০২৪

এবার ট্রাম্পকে ‘ফ্যাসিস্ট’ বললেন কমালা

আন্তর্জাতিক ডেস্ক :এবার রিপাবলিকান নেতা ও প্রেসিডেন্ট প্রার্থী ডনাল্ড ট্রাম্পকে ‘ফ্যাসিস্ট’ বললেন ডেমোক্রেট দলের প্রেসিডেন্ট প্রার্থী কমালা হ্যারিস। নির্বাচন যতই কাছে আসছে তারা একে অপরকে ততই তীর্যক মন্তব্য করে ঘায়েল করার চেষ্টা করছেন। বুধবার ওয়াশিংটন ডিসির সামনে এক সংক্ষিপ্ত ভাষণে ট্রাম্পকে লক্ষ্য করে এমন মন্তব্য করেছেন কমালা হ্যারিস। এ খবর দিয়েছে অনলাইন বিবিসি।

এতে বলা হয়, মার্কিন ভাইস প্রেসিডেন্ট তার বক্তব্যের সময় ট্রাম্পকে উদ্দেশ করে বলেছেন, তিনি এমন একজন যাকে ‘শুধু ফ্যাসিস্ট রূপেই সংজ্ঞায়িত করা যায়’, কেননা তিনি হিটলারকে বেশ কয়েকবার অনুমোদনের কথা বলেছেন। কমালা আরও বলেছেন যে তার প্রতিদ্বন্দ্বী ‘অনিয়ন্ত্রিত শক্তি’ কামনা করে। যখন তাকে (ট্রাম্পকে) সিএনএন এর একটি অনুষ্ঠানে প্রশ্ন করা হয়েছিল তিনি বিশ্বাস করেন কিনা যে, তিনি একজন ‘ফ্যাসিস্ট’। জবাবে তিনি বলেছেন ‘হ্যাঁ’। এছাড়া ট্রাম্পকে অস্থির এবং বিকারগ্রস্ত বলেও মন্তব্য করেছেন কমালা হ্যারিস। অন্যদিকে ট্রাম্প তার ডেমোক্রেটিক প্রতিপক্ষের বিরুদ্ধে মিথ্যাচারের অভিযোগ এনেছে। ট্রাম্প মনে করেন কমালা রিপাবলিকানদের ক্রমবর্ধমান অগ্রগতি দেখে ক্ষিপ্ত হয়ে পড়েছেন। কমালার প্রচারণা বিপর্যস্ত হয়ে পড়েছে বলেও মন্তব্য করেছেন ট্রাম্প।
যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট নির্বাচনকে লক্ষ্য করে প্রতিদ্বন্দ্বীদের মধ্যে তীর্যক মন্তব্য অত্যন্ত স্বাভাবিক বিষয়। বিশেষ করে ২০২৪ সালের প্রেসিডেন্ট নির্বাচনে ট্রাম্পের শক্ত প্রতিপক্ষ হয়ে উঠেছে কমালা হ্যারিস। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন নির্বাচন থেকে সরে যাওয়ার পর প্রেসিডেন্ট প্রার্থী হিসেবে মনোনয়ন পেয়েছেন কমালা। নির্বাচনের আর দুই সপ্তাহও বাকি নেই। শেষ সময়ে ভোটারদের অনুপ্রাণিত করতে এবং বিরোধীদের প্রচারাভিযানকে ব্যাহত করতে দুই প্রার্থীর আক্রমণ ভোটের লড়াইয়ে বেশ কার্যকর হয়ে উঠেছে।

0Shares