৭ উইকেটে হারলো বাংলাদেশ

প্রকাশিত: ১:১৯ অপরাহ্ণ, অক্টোবর ২৪, ২০২৪

৭ উইকেটে হারলো বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক :দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট সিরিজের প্রথম ম্যাচে ৭ উইকেটে হেরেছে বাংলাদেশ। চতুর্থ ইনিংসে ১০৬ রান তাড়ায় ৩ উইকেট হারিয়ে লাঞ্চের আগেই লক্ষ্যে পৌছায় প্রোটিয়ারা। প্রথম ইনিংসে ১০৬ রান করে বাংলাদেশ। জবাবে দ্বিতীয় ইনিংসে ৩০৮ রান করে আফ্রিকা। এরপর বাংলাদেশ ৩০৭ রান করলে তাদের সামনে লক্ষ্য দাঁড়ায় ১০৬ রান।

দক্ষিণ আফ্রিকার অধিনায়ককে ফেরালেন তাইজুল 

১০৬ রান তাড়ায় ভালো শুরু পেয়েছে দক্ষিণ আফ্রিকা। তবে এবার তাদের অধিনায়ক অ্যাইডেন মারক্রামকে ফিরিয়ে দিলেন তাইজুল ইসলাম। ১ উইকেট হারিয়ে প্রোটিয়াদের সংগ্রহ ৪২ রান।

খোঁচা মেরে সেঞ্চুরি হাতছাড়া মিরাজের, দক্ষিণ আফ্রিকার লক্ষ্য ১০৬ রান 

আজ চতুর্থ দিন সকালে মাত্র ২৬ মিনিটে শেষ ৩ উইকেট হারিয়ে ৩০৭ রানে গুটিয়ে গেলো বাংলাদেশ। গতকাল দারুণ ব্যাটিং করা মেহেদী হাসান মিরাজ ছিলেন সেঞ্চুরির অপেক্ষায়। কিন্তু খোঁচা মেরে সেঞ্চুরি হাতছাড়া করলেন তিনি। ৯৭ রানে ফেরেন তিনি। আর বাংলাদেশ অলআউট হয় ৩০৭ রানে। দক্ষিণ আফ্রিকার সামনে এখন জয়ের জন্য লক্ষ্য ১০৬ রান।

শুরুতেই ফিরলেন নাঈম ও তাইজুল

চতুর্থ দিন সকালে খেলা শুরু হতে না হতেই ২ উইকেট হারায় ফেললো বাংলাদেশ। ফিরে গেছেন তাইজুল ইসলাম ও নাঈম হাসান। ৯ উইকেট হারিয়ে বাংলাদেশের সংগ্রহ ৩০৩ রান। লিড হয়েছে ১০১ রানের।

0Shares