বিনোদন ডেস্ক :২০১১ সালে ‘রকস্টার’ সিনেমার মাধ্যমে বলিউডে অভিষেক হয় মার্কিন-ভারতীয় অভিনেত্রী নার্গিস ফাখরির। এরপর ‘মাদ্রাজ ক্যাফে’, ‘হাউজফুল থ্রি’-এর মতো বিভিন্ন সিনেমা উপহার দিয়েছেন। একযুগের বেশি সময় ধরে বলিউড ইন্ডাস্ট্রিতে কাজ করছেন অভিনেত্রী। কিন্তু এই জার্নি মোটেও সহজ ছিল না। কারণ, শুরুর দিকে হিন্দি ভাষাও জানতেন না তিনি। হঠাৎ ভারতে যাওয়া, হিন্দি ভাষা না জানা সব মিলিয়ে জীবনের বাঁকে বাঁকে ছিল সব নতুন রহস্য! সম্প্রতি ৪৬ বছর বয়সে পা দিয়েছেন নার্গিস। জীবনের এ পর্যায়ে ক্যারিয়ার ও জীবনবোধ নিয়ে মুখ খুলেছেন অভিনেত্রী। তিনি বলেন, জীবনের কোনো কিছুই ভুল না। জীবনটা শেখার

পাঠ মাত্র। জাতিগতভাবেই যদি হিন্দি ভাষার মানুষ হতাম, তবে ব্যাপারটা অন্যরকম হতে পারতো। সবকিছু যেভাবে হয়েছে, যেভাবে এখানে এসেছি এসব কিছুর জন্য আমি কৃতজ্ঞ ও আনন্দিত। তিনি আরও বলেন, বর্তমানে আমি যে অবস্থান এবং জায়গায় আছি, তা নিয়ে আমি সুখী এবং পরিপূর্ণ। প্রসঙ্গত, বড় পর্দায় খুব একটা নিয়মিত নন নার্গিস ফাখরি। মাঝে বিরতি নিয়ে যুক্তরাষ্ট্রেও পাড়ি জমিয়েছিলেন। বিরতি ভেঙে এরইমধ্যে কাজে ফিরেছেন তিনি। ২০২৩ সালে সর্বশেষ নার্গিস ফাখরি অভিনীত ‘শিব শাস্ত্রী বালবো’ ছবিটি মুক্তি পায়। বর্তমানে দু’টি সিনেমার কাজ তার হাতে রয়েছে। এরমধ্যে ‘হাউজফুল-৫’ সিনেমার কাজ নিয়ে ব্যস্ত এখন তিনি।

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *