আন্তর্জাতিক ডেস্ক :উত্তেজনায় ফুটছে মধ্যপ্রাচ্য। গাজা, পশ্চিমতীর, সিরিয়া, ইয়েমেন, ইরান, ইরাক- সর্বত্রই উত্তেজনার আগুন। তার মধ্যে শনিবার ভোরে প্রতিশোধ নিতে ইরানের বিভিন্ন সামরিক স্থাপনায় হামলা চালিয়েছে ইসরাইল। তবে ইরানও কঠোর বার্তা দিয়েছে। তারা বলেছে, উপযুক্ত জবাব দেয়ার জন্য প্রস্তুত তারা। ফলে উত্তেজনার পারদ ক্রমশ উপরে উঠছে। ইসরাইলকে সতর্ক করেছে যুক্তরাষ্ট্র। তারা বলেছে, ইরানের পারমাণবিক স্থাপনা ও তেল ক্ষেত্রকে এড়িয়ে হামলা চালাতে। কিন্তু এ  রিপোর্ট লেখা পর্যন্ত পরিষ্কার হওয়া যায়নি যে, ইসরাইলের ওই হামলা আসলেই কি ধরনের সামরিক স্থাপনায় চালানো হয়েছে। ইসরাইল অবশ্য অভিযান সম্পন্ন হয়েছে বলে ঘোষণা দিয়েছে। কিন্তু আগ্রাসী এই হামলার জবাব দেয়ার অঙ্গীকার করেছে ইরান। মিত্র হিজবুল্লাহর বিরুদ্ধে হামলার প্রতিশোধ নিতে চার সপ্তাহ আগে অভিযান চালায় ইরান। সেই হামলার প্রতিশোধ নিতে উপযুক্ত সময় খুঁজছিল ইসরাইল। এরই মধ্যে ইরানের ঘনিষ্ঠ মিত্র হামাস, হিজবুল্লাহর বিরুদ্ধে হামলা চালিয়ে এসব সংগঠনের শীর্ষ নেতাদের ওপর হামলা চালিয়ে হত্যা করেছে ইসরাইল। এর মধ্য দিয়ে তারা এসব সংগঠনকে দুর্বল করে দিয়েছে। এরপরই ইরানের ওই হামলার প্রতিশোধ নিতে শনিবার ভোরে হামলা চালিয়েছে ইসরাইল। মধ্যপ্রাচ্য থেকে উত্তেজনা কখনো বিদায় নেয়নি। এখন ইসরাইলের হামলার জবাবে ইরানও প্রস্তুত। ইসরাইলি আগ্রাসনের বিরুদ্ধে জবাব দিতে তারা প্রস্তুতির কথা জানিয়েছে। সূত্রের উল্লেখ করে এসব তথ্য দিয়েছে আধা সরকারি বার্তা সংস্থা তাসনিম। এত বলা হয়, ইসরাইল উপযুক্ত জবাব পাবে তা নিয়ে কোনো সংশয় নেই। তবে নতুন করে যদি কোনো উত্তেজনা বৃদ্ধি করে তাহলে কড়া মূল্য দিতে হবে বলে ইরানকে সতর্ক করেছে ইসরাইল।

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *