বিনোদন ডেস্ক :স্টুডেন্ট অফ দ্য ইয়ার’ সিনেমার মাধ্যমে ক্যারিয়ার শুরু করেন আলিয়া ভাট। তারপর একে একে ব্যবসাসফল অনেক সিনেমায় কাজ করেছেন। এখন হলিউডেও তার বিচরণ। তবে কালের নিয়মে বদল এসেছে অভিনেত্রীর চেহারাতেও। কিছু দিন আগেই প্যারিসে একটি ফ্যাশন শোয়ের অনুষ্ঠানে নির্দিষ্ট পোশাকে হাঁটার জন্য নিমেষে কমিয়েছেন ১০ কেজি ওজন। আবার কখনো চরিত্রের জন্য সামান্য ওজন বাড়িয়েছেন। তারকাদের জীবনে এটা কোনো বিরল ঘটনা নয়। কিন্তু চেহারার পরিবর্তনের জন্যই বহুবার বিতর্কের মুখোমুখি হয়েছেন আলিয়া। কখনো বলা হয়েছে, অস্ত্রোপচারের মাধ্যমে তিনি গালের অতিরিক্ত চর্বি বাদ দিয়েছেন। কখনো বলা হয়েছে, নাকে অস্ত্রোপচার করিয়েছেন। এমনকি বলা হয়েছে, অস্ত্রোপচার করতে গিয়ে তিনি আংশিকভাবে পক্ষাঘাতগ্রস্ত হয়েছেন। তাই কথা বলার সময়ে আলিয়ার মুখ একদিকে বেঁকে যায়। অবশেষে এসব দাবি নিয়ে ক্ষোভ প্রকাশ করলেন অভিনেত্রী। কড়া ভাষায় জবাব দিয়ে সমাজমাধ্যমে তিনি লিখেন, যারা চেহারায় অস্ত্রোপচার করিয়েছেন, তাদের বিরুদ্ধে আমার কোনো মতামত নেই। এটা তাদের ব্যক্তিগত বিষয়। কিন্তু

সমাজমাধ্যমের কিছু ভিডিওতে দাবি করা হচ্ছে, অস্ত্রোপচার করাতে গিয়ে আমার মুখ বেঁকে গিয়েছে, আমার হাসিতে পরিবর্তন এসেছে। এই ধরনের মন্তব্যের নেপথ্যে আপনারা আবার বৈজ্ঞানিক যুক্তি দিচ্ছেন! আলিয়া আরও লেখেন, এই দাবিগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। কিন্তু তার কোনো প্রমাণ নেই। যুক্তি নেই। তার চেয়েও খারাপ হলো, অল্পবয়সী ছেলেমেয়েদের এসব আবর্জনার মতো মিথ্যে তথ্য জানান দিয়ে আপনারা প্রভাবিত করছেন। আপনারা এগুলো কি জনপ্রিয়তা পাওয়ার জন্য বলছেন? সব দাবি ভিত্তিহীন।

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *