সাবেক ডিএমপি কমিশনার ফারুককে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আটকে দিলো ইমিগ্রেশনপুলিশ

প্রকাশিত: ১:৩৮ অপরাহ্ণ, অক্টোবর ২৭, ২০২৪

সাবেক ডিএমপি কমিশনার ফারুককে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আটকে দিলো ইমিগ্রেশনপুলিশ

ডায়ালসিলেট ডেস্ক :থাইল্যান্ড যাওয়া সময় ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) সাবেক কমিশনার খন্দকার গোলাম ফারুককে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আটকে দিয়েছে ইমিগ্রেশন পুলিশ। রোববার ভোরে বিমানবন্দরের এক্সিট ইমিগ্রেশন কাউন্টারে তাকে আটকে দেয়া হয়।

ইমিগ্রেশন সূত্র জানায়, তাকে (গোলাম ফারুক) যেতে দেওয়া হয়নি। তিনি ইমিগ্রেশনে পৌঁছানোর পর দেখা যায় তার কাছে প্রয়োজনীয় ছাড়পত্র নেই।

রাত পৌনে ২টায় থাই এয়ারওয়েজের টিজি-৩৪০ ফ্লাইটে ব্যাংকক যাওয়ার কথা ছিল গোলাম ফারুকের।

উল্লেখ্য, ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের মুখে গত ৫ই আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর ডিএমপির সাবেক এই কমিশনারের বিরুদ্ধে
একাধিক মামলা হয়েছে। ২০২২ সালের ২৯ অক্টোবর ঢাকা মেট্রোপলিটন পুলিশের কমিশনার হিসেবে দায়িত্ব নেন খন্দকার গোলাম ফারুক। এরপর ২০২৩ সালের ৩০ সেপ্টেম্বর তিনি অবসরে যান ।

0Shares

এ সংক্রান্ত আরও সংবাদ