বিনোদন ডেস্ক :এক সময় নিয়মিত পর্দায় দেখা যেতো চিত্রনায়িকা মাহিয়া মাহিকে। কিন্তু পরে কাজ কমিয়ে দেন তিনি। যুক্ত হন রাজনীতির সঙ্গে। ২০১২ সালে ‘ভালোবাসার রং’ চলচ্চিত্রের মাধ্যমে অভিনয় জীবন শুরু করেন তিনি। প্রথম সিনেমায় ভূয়সী প্রশংসা পেয়েছিলেন মাহি। অল্প সময়েই ঢালিউডে নিজের জায়গা করে নিয়েছিলেন। প্রযোজক-পরিচালকরা স্বপ্ন দেখেছিলেন মাহিকে নিয়ে নিয়মিত কাজ করার। সেই প্রশংসা ও স্বপ্নের প্রতি কি সুবিচার করেছেন মাহি? কেউ কেউ বলছেন, মাহি আসলে তার গন্তব্যে পৌঁছাতে গিয়ে ভুল পথে হেঁটেছেন। আবার কেউ বলছেন, অভিনয়ে মনোযোগী হলে আবারো ভালো সিনেমা উপহার দিতে পারবেন তিনি। তবে মাহি কোন পথে হাঁটছেন সেটা এখনো পরিষ্কার নয়। মাহিয়া মাহি রাজনৈতিক অঙ্গনে সক্রিয় হয়ে ওঠার চেষ্টা করেছিলেন। সর্বশেষ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়নপত্র চেয়েছিলেন। কিন্তু দল তাকে মনোনয়ন দেয়নি। স্বতন্ত্র প্রার্থী হয়ে নির্বাচনে অংশ নিয়ে জিততে পারেননি। রাজনীতি নিয়ে কথা বলতে চাইলে এক সাক্ষাৎকারে অভিনেত্রী বলেন, এখন আমার পরিচয় শুধুই শিল্পী, আমি এখন শুধুই একজন অভিনেত্রী। গতকাল মাহিয়া মাহির জন্মদিন ছিল। এদিন ছেলে ফারিশের সঙ্গে কেক কেটে দিনটি উদ্‌যাপন করেন তিনি। অভিনেত্রী বলেন, আমি আসলে কখনই জন্মদিন উদ্‌যাপন করি না। যেহেতু ফারিশ আছে, তাই ওর সঙ্গে একটু সময় কাটাচ্ছি। এ ছাড়া অন্য কোনো পরিকল্পনা নেই।

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *