মামলা থেকে অব্যাহতি  ৩৬ বিএনপি নেতা

প্রকাশিত: ৮:৩৮ অপরাহ্ণ, অক্টোবর ২৯, ২০২৪

মামলা থেকে অব্যাহতি  ৩৬ বিএনপি নেতা

ডায়ালসিলেট ডেস্ক ‘বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এর ৩৬ জন নেতা-কর্মীর উপর মামলার রায় ঘোষণা করেছেন সিলেট দায়রা জজ আদালত।

মঙ্গলবার দুপুরে আদালত রায় ঘোষণা করেছে। ২০১৮ সালে দায়ের করা সাজানো নাশকতা  মামলায় স্থানীয় বিএনপির শীর্ষ স্থানীয় নেতৃবৃন্দ সহ যুবদল, সেচ্ছাসেসেবক দল ও ছাত্রদলের ৩৬ নেতা-কর্মীদের উপর বিগত সরকারের আমলে এ মামলা দায়ের করা হয়েছিল। মামলায় বিজ্ঞ আদালত ৩৬ জনকে মামলা থেকে অব্যাহতি দিয়েছেন।

বিষয়টি নিশ্চিত করে মামলা থেকে অব্যাহতি পাওয়া কয়েকজন জানান, এই মামলা সম্পূর্ণ রাজনৈতিক উদ্দ্যেশ্য প্রনোদিত হয়ে দায়ের করা হয়েছিল। আদালতের ন্যায় বিচারের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন তারা।

0Shares