ডায়াল সিলেট ডেস্ক :: যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের ফলাফল নির্ধারণকারী সাত দোদুল্যমান অঙ্গরাজ্যে ৫ নভেম্বর স্থানীয় সময় সন্ধ্যা ৭টা থেকে রাত ১০টার মধ্যে ভোট গ্রহণ শেষ হবে। এসব রাজ্যের মধ্যে প্রথম যে দুটি রাজ্যের ফলাফল সবার আগে আসতে শুরু করবে, সেটা থেকে  পরবর্তী মার্কিন প্রেসিডেন্ট কে হতে যাচ্ছেন, সেটার পূর্বাভাস পাওয়া যাবে।

 

এসব অঙ্গরাজ্যের মধ্যে সবার আগে জর্জিয়ায় স্থানীয় সময় সন্ধ্যা ৭টা ও উত্তর ক্যারোলাইনায় সন্ধ্যা সাড়ে ৭টার কিছু সময় পর থেকে ফলাফল আসতে শুরু করবে।

 

এসব অঙ্গরাজ্যে যদি ডেমোক্রেটিক পার্টির প্রার্থী কমলা হ্যারিস এগিয়ে থাকেন, তাহলে তিনিই নতুন মার্কিন প্রেসিডেন্ট হতে যাচ্ছেন বলে প্রাথমিকভাবে ধরে নেওয়া যাবে। কারণ, বাকি পাঁচ দোদুল্যমান অঙ্গরাজ্যের ফলাফল সার্বিক ফলাফলে এককভাবে এতটা প্রভাবিত করতে পারবে না। ‘ব্লু ওয়াল স্টেটস’ বা নীল দেয়াল হিসেবে পরিচিতি এ পাঁচ অঙ্গরাজ্য হলো পেনসিলভানিয়া, মিশিগান, উইসকনসিন, নেভাদা ও অ্যারিজোনা।

 

এ পাঁচ অঙ্গরাজ্যের মধ্যে পেনসিলভানিয়ায় ও মিশিগানের অধিকাংশ এলাকায় ভোট গ্রহণ শেষ হবে স্থানীয় সময় রাত ৮টায়, উইসকনসিন, অ্যারিজোনা ও উত্তর মিশিগানের অল্প কিছু এলাকার ভোগ গ্রহণ শেষ হবে স্থানীয় সময় রাত ৯টায়। আর দোদুল্যমান অঙ্গরাজ্যগুলোর মধ্যে সর্বশেষ ভোট গ্রহণ হবে নেভাদায়, ৫ নভেম্বর (মঙ্গলবার) স্থানীয় সময় রাত ১০টায়।

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *