ডায়ালসিলেট :সিলেটের জৈন্তাপুরে ২৫ বস্তা ভারতীয় চিনিসহ দুজনকে আটক করেছে পুলিশ।

এ সময় চিনি বহনের কাজে ব্যবহৃত একটি ট্রাক জব্দ করা হয়েছে।
মঙ্গলবার (৫নভেম্বর) গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার ৪ নম্বর বাংলা বাজার এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন- জৈন্তাপুর উপজেলার মুক্তাপুর গ্রামের আফজাল হোসাইন মাসুম (২১) ও ইয়াসিন আহমেদ (১৯)।
এ বিষয়ে জানতে চাইলে জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (এসআই) আবুল বাসার মোহাম্মদ বদরুজ্জামান জানান, পুলিশ বাদী হয়ে বিশেষ ক্ষমতা আইনে মামলা করেছে। আটক দুজনকে গ্রেফতার দেখিয়ে আদালতে সোপর্দ করা হয়েছে।

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *