বিনোদন ডেস্ক :সৎ মেয়ের বিরুদ্ধে মানহানির মামলা করলেন ভারতীয় অভিনেত্রী রূপালী গাঙ্গুলি। ক্ষতিপূরণ বাবদ সৎ মেয়ের কাছে ৫০ কোটি রুপি দাবি করে নোটিস পাঠিয়েছেন তার আইনজীবী সানা রইস খান। সম্প্রতি রূপালি গাঙ্গুলীর স্বামী অশ্বিন ভার্মার আগের পক্ষের কন্যা এষা সংবাদমাধ্যমে সৎমা রূপালীর বিরুদ্ধে একের পর এক অভিযোগ করে চাঞ্চল্য সৃষ্টি করেন। তার দাবি ‘অনুপমা’ টিভি সিরিয়ালে রূপালী নারীর অধিকার, নারীর মর্যাদা নিয়ে যে বড়াই করেন, বাস্তবে তার কিছুই মানেন না তিনি। বরং বাস্তবে অন্যের সংসার ভেঙে নিজে সুখী হয়েছেন। অশ্বিন ভার্মার সঙ্গে রূপালীর পরকীয়া সম্পর্কের কারণে এষার মায়ের সংসার ভেঙেছে। এ তথ্য উল্লেখ করে এষা জানান, মা-বাবার দাম্পত্যের মাঝে এসে দাঁড়ান রূপালী। তার মাকে মারধর করেন, গহনা চুরি করে নেন। তার এসব অভিযোগ মিথ্যা বলে দাবি করলেন রূপালী গাঙ্গুলী। তার আইনজীবী সানা রইস খান তিনি জানান, অভিনেত্রীর নামে মিথ্যা অভিযোগ করেছেন তার সৎ মেয়ে এষা। মানহানির মামলা করে প্রচারে থাকা রূপালীর লক্ষ্য নয়। কিন্তু ভাবমূর্তির কথা ভেবে আইনি পদক্ষেপ করতে হচ্ছে তাকে। তিনি আরও জানান, এষা যেসব দাবি করেছেন, তা সম্পূর্ণ ভিত্তিহীন। রূপালীর ভাবমূর্তি নষ্ট করা, তার নাম ভাঙিয়ে প্রচারের আলোয় আসাই লক্ষ্য ছিল এষার। তার এমন আচরণে শুধু মানসিকভাবেই ভেঙে পড়েননি রূপালী, ব্যক্তিগত এবং পেশাগতভাবেও তার সম্মানহানি হয়েছে।

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *